ম্যাচ জিতলেই সাত খুন মাফ নয়। মোহালিতে পঞ্জাব কিংসকে হারানোর পরেও হার্দিক পান্ডিয়া প্রশ্ন তুললেন ব্যাটসম্যানদের রক্ষণাত্মকܫ মনোভাব নিয়ে। শুভমন গিলরা বড় রান করে দলকে জয় এ🤡নে দিলেও গুজরাট দলনায়কের দাবি, অতি সহজে জেতা উচিত ছিল তাঁদের। এমনকি পঞ্জাবের বিরুদ্ধে এই জয়কে ‘তেতো ওষুধ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
আসলে পান🦂্ডিয়া চাননি ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াক। কেননা পাওয়ার প্লেতে গুজরাট যে রকম শুরু করে, তাতে অনেক আগেই লড়াই শেষ করে দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। ব্যাটিংয়ের গলদ সারাতে তাদের ড্রয়িংবোর্ডে ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন হার্দিক।
পুরস্কার বিতরণী মঞ্চে পান্ডিয়া বলেন, 'সত্যি বলতে এই জয়ে উচ্ছ্বসিত নই। কেননা একসময় যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে ম্যাচটা এত কষ্ট করে জিততে হবে ভাবিনি। এই ম্যাচ থেকে আমাদের অনেক 🔯কিছু শেখার আছে। যদিও এটাই এই খেলার মাহাত্ম্য যে, যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে নিশ্চিন্ত হওয়া যাবে না। আমাদের ড্রয়িংবোর্ডে ফিরে যেতে হবে এবং বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে। কেননা ম্যাচটা আগেই জেতা উচিত ছিল আমাদের।'
পরক্ষণেই হার্দিক দাবি করেন যে, মাঝের ওভারে ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত ছিল তাঁদের। তাঁর কথায়, 'সন্দেহ নেই ওরা ভালো বল করেছে। তবে একসময় আমরা ৬ ওভারে প্রায় ৬০ রান তুলে ফেলেছিলাম। তার পরে আমাদের যে রকম ব্যাটিং গভীরতা এবং সৌভাগ্যক্রমে সবাই যখন ভালো ফর্মে রয়েছে, তখন মাঝের ওভারে আমাদের আরও ঝুঁকি নেওয়া উচিত ছিল। কেননা পিচে ব্যাট🔜 করা কঠিন ছিল না।'
আইপিএল ২০২৩ সংক্🌳রান্ত যে কোনও খবর ও তথ্য-পরিসংখ্যানের ಞজন্য ক্লিক করুন এখানে
শেষে গুজরাট দলনায়ক স্পষ্ট জানান যে, তিনি কখনই ম্যাচ শেষ ওভারে টেনে নিয়ে যাওয়া পছন্দ করেন না। এ প্রসঙ্গে পান্ডিয়া বলেন, 'একটু হলে ম্যাচটা অন্য দিকে যেতেও পারত। এটা তেতো ওষুধ গিলতে হয়েছে। এই কারণেই আমাদের কথা বলে সমস্যাটা চিহ্নিত করতে হবে। এরকম পরিস্থিতিতে ম্যাচ আগ🃏েই শেষ করে দেওয়া দরকার। ম্যাচ শেষ ওভারে টেনে নিয়ে যাওয়া উচিত নয়। আমি শেষ ওভারে ম্যাচ টেনে নিয়ে যাওয়া একেবারে পছন্দ করি না।'
উল্লেখ্য, ম༒োহালিতে শুরুতে ব্যাট করে পঞ্জাব কিংস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৯.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।