ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস শনিবার তাদের অভিযাব শুরু করতে চলেছে। পঞ্জাবের এটি হোম ম্যাচ। মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচটি। পঞ্জাব গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্স করেছিল। তারা লিগ টেবলের ষষ্ঠ স্থানেღ শেষ করেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল তাদের প্রথম আইপিএল শিরোপার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: ডাইভ দিয়ে বল বাঁচাতে গিয়ে পুরনো চোটেই আঘাত পান, ব্যথায🅰় কঁকিয়ে ওঠেন🦄 ধোনি- ভিডিয়ো
অন্য দিকে কলকাতা নাইট রাইডার্স এই বছর 𓄧নতুন অধিনায়কের অধীনে খেলবে। তাদের মনোনীত অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে গিয়েছেন। কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাদের স্ট্যান্ড বাই অধিনায়ক হিসেবে নীতিশ রানাকে বেছে নিয়েছে। কেকেআর গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১৪ সালে শেষ বার ট্রফি জিতেছিল। স্বভাবতই ট্রফির খরা চলছে প্রায় এক দশক ধরে। দুই বা♛রের চ্যাম্পিয়নরা এ বার ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা মাস্টারমাইন্ড চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে ট্রফির খরা মুছে ফেলতে বদ্ধপরিকর।
পিচ রিপোর্ট
মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামের পিচটি ভারসাম্যপূর্ণ বলেই পরিচিত। যদিও কয়েক বছর ধরে এটি বেশ ব্যাটিং-বান্ধব হয়ে উঠেছে, বিশেষ করে সীমিত ওভারের ফর্ম্যাটে। ফাস্ট বোলাররা অবশ্য ইনিংসের শুরুতে নতুন বলে কিছুটা সহায়তা পেতে পারেন। আগের টি-টোয়েন্টি ম্যাচগুলোর দিকে তাকালে দেখা 🐽যায়, রান তাড়া করা দলই বেশির ভাগ খ♋েলাই জিতেছে। সে ক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ। যে দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে, তারা লাভবান হবে।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতা থেকে বোলারদের রান বিলানো, মি🍬সফিল্ডিং- CSK-এর হারের হাফডজন🍌 কারণ
আবহাওয়ার রিপোর্ট
মোহালিতে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে, দর্শকদের মন খারাপ হয়ে যেতে পারে। কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে ভেস্তে যেতে পারে ম্যাচ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিন ও রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা দিনে ৫০% এবং রাতে ২৪% থাকবে। দিনের বেলা আর্দ্রতা ৭৮% হতে পারে এবং রাতে বেড়ে গিয়ে সেটা ৯১% হবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০-ওভারের ম্যাচ চলাকালীন বাতাসের গতিবেগ হবে ৭-১৩ কিমি/ঘন্টা। তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থ🍰াকতে পারে। তবে মোহালির ভক🧸্তরা আশা করছেন, এ দিন বৃষ্টি হবেই না এবং আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পুরো ৪০-ওভারেরই খেলা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।