নবি মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদের মুখ♏োমুখি হয়েছে পঞ্জাব কিংস। শুরুর দিকে নিরন্তর ব্যবধানে চারটি উইকেট হারানোর পর, ♔পঞ্জাবের হাল ধরে নেন লিয়াম লিভিংস্টোন ও শাহরুখ খান। পঞ্চম উইকেটে ৭১ রান যোগ করেন দুইজন মিলে। তবে এই পার্টনারশিপ ভাঙতেই তাসের ঘরের মতো ভাঙল পঞ্জাব।
শেষ চার ওভারে পঞ্জাব ২০ রানের বিনিময়ে ছয় উইকেট হারায়। টি২০ ক্রিকেটে ছোটছোট জিনিসও খেলা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। এই ম্যাচেও এমনই এক উদাহরণ দেখা গেল। ১৫.৩ ওভারে লিভিংস্টোন একস্ট্রা কভারের দিকে একটি ড্রাইভ মারেন। শটে সহজেই দুই রান হয়ে গেলেও, শাহরুখ খান দ্বিতীয় রান নিতে মানা করেন। শাহরুখের এই এক সিদ্ধান্তই মারাত্মক হয়ে ไগেল।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
পরপর দুই বল বিট খাওয়ার পর, ওই ওভারের শেষ বলে রান নেন শাহরুখ। এরপর রানের গতি বাড়াতে গিয়েই পরের ওভারের প্রথম বলে ২৮ বলে ২৬ রানে আউট হন তিনি। একসময় যেখানে দুই সেট ব্যাটারের সুবাদে ১৮০ রান করার আশেপাশে দেখছিল পঞ্জাব, সেখানেই শেষে হুড়মুড়িয়ে উইকেট পড়ায় ১৫১ রানেই গুটিয়ে যায় পঞ্জাব। এই একটা ঘটনার জের🐈েই পুরো ইনিংসে পঞ্জাবের ভাগ্যই বদলে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।