ডিয়াই পাতিল স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। একদিকে যেখানে নাগাড়ে নিজেদের চতুর্থ জয়ের লক্ষ্যে ছিলཧ সানরাইজার্স, সেখানে পঞ্জাবꩲের উদ্দেশ্য ছিল জয়ের সরণীতে ফেরার। তবে সে গুড়ে বালি। সহজেই পঞ্জাব কিংসকে হারিয়ে দিল নিজামের শহরের ফ্রাঞ্চাইজি।
লিভিংস্টোন বাদে ব্যর্থ পঞ্জাব ব্যাটাররা
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের অনুপস্থিতিতে পঞ্জাবের হয়ে স্ট্যান্ড-ইন ক্যাপ্টে𝓀ন শিখর ধাওয়ান সঙ্গে ওপেন করতে নামেন প্রবসিমরন সিং। তবে দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন। শিখর করেন আট রান, প্রবসিমরনের স🍰ংগ্রহ ১৪ রান। জনি বেয়ারস্টো (১২) ও জিতেশ শর্মা (১১) আউট হলে ৬১ রানে চার উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। বেশ চাপেই পড়ে যায় দল।
পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোন ও শাহরুখ খানের ৭১ রানের পার্টনারশিপ, পঞ্জাবের হয়ে ইনিংস সামাল দেন। লিভিংস্টোন ৩৩ বলে ৬০ রানের একটি তুখড় ইনিংস খেলেন। তবে শাহরুখ ২৬ রান করলেও, তা করতে নিজের স্বভাববিরুদ্ধ ২৮ বল নেন তা করতে। একসময় লিভিংস্টোন ও শাহরুখ পঞ্জাবকে ১৮০-র দিকে এগিয়ে নিয়ে গেলেও, শেষ চার ওভারে ২০ রানে ছয় উইকেট হারিয়ে ১৫১ রানেই অল আউট হয়ে যায় পঞ্জাব। ইনিংসের ২০তম ওভারে দুর্ধর্ষ বোলিং করে মেডেনসহ মোট তিন উইকেট (আরও একটি উইকেট রান ♔আউটে হয়) নেন উমরান মালিক। চার ওভারে ২৮ রানে তাঁর সংগ্রহ চার উইকেট।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
মাথা ঠান্ডা রেখে সানরাইজার্সকে জেতালেন মার্করাম-পুরান
১৫২ রানের লক্ষ্য খুব একটা বড় একদমই ছিল না। তবে কেনকে মাত্র তিন রাꦕনে শুরুতেই ফিরিয়ে পঞ্জাবের আশা জাগিয়ে তোলেন কাগিসো রাবাদা। গত ম্যাচে সানরাইজার্সের হিরো রাহুল ত্রিপাঠী এই ম্যাচেও শুরুটা দারুণ করেন। তবে ২২ বলে ৩৪ রান করে দারুণ ছন্দে থাকা রাহুলকে ফেরান আরেক রাহুল, পঞ্জাব কিংসের রাহুল চাহার। অভিষেক শর্মাও (৩১) তাঁরই শিকার। মিডল ওভারে দুই উইকেট নিয়ে পঞ্জাব একসময় ম্যাচ জয়ের জন্য একেবারে ৫০-৫০ জায়াগায় ছিল।
কিন্তু সা🐓নরাইজার্সের হয়ে এডেন মার্করাম এবং নিকোলাস পুরান মা🦋থা ঠান্ডা রেখে সাত বল বাকি থাকতেই, সাত উইকেটে দলকে জয় এনে দেন। মার্করাম ২৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। পুরান অপরাজিত থাকেন ৩০ বলে ৩৫ রানে। দিনের শেষে সহজেই রান তাড়া করে ফেলে সানরাইজার্স। এই নিয়ে নাগাড়ে চারটি ম্যাচ জিতে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল সানরাইজার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।