গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে🧸 নিজের আগুনে গতির বোলিংয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান মালিক। পঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর সাফল্যের ধারা অব্যাহত। নির্ধারিত চার ওভার বল করে ২৮ রানের বিনিময়ে চার উইকেট নিলেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান।
১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি ♏তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা তড়তড়িয়ে বাড়ছে। পঞ্জাব ম্যাচেও এমনটাই দেখা গেল। পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে তিনি যে বোলিংটা করলেন, তা নিঃসন্দেহে সকলের স্মৃতিতে অনেকদিন রয়ে যাবে। ইনিংসের ২০তম ওভারে একটিও রান নཧা দিয়ে তিন উইকেট তুলে নেন উমরান। ওভারে একটি রান আউটসহ মোট চার উইকেট পড়ল।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
আইপিএলের ১৫ বছরের ইতিহাস ও ৯০০-র অধিক ম্যাচে এই নিয়ে মাত্র চতুর্থবার কোনও বোলার ২০তম ওভারে মেডেন নিলেন। এই পরিসংখ্যানই উমরানের কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ২২ বছর বয়সি ফাস্ট বোলারের বোলিংয়ে ভর করেই পঞ্জাব কিংসকে ১৫১ রানেই আটকে রাখতꦅে সক্ষম হয় সানরাইজার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।