শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটে ফিল্ডিংয়ের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন তিনি। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডস। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। আর অনুশীলনে তাঁকে দেখা গেল একেবারে শিক্ষকের ভূমিকায়। ফিল্ডিং করার সময়ে ভারতীয় স্পিনাররা সাধারণত বল থ্রো করার ক্ষেত্রে 🎃কী ভুল করে থাকেন তা দেখিয়ে দিলেন তিনি। পাশাপাশি কীভাবে সঠিক পদ্ধতিতে থ্রো করতে হবে তাও কৃষ্ণাপ্𒁏পা গৌতমদের দেখিয়ে দিলেন তিনি।
ভারতীয় স্পিনাররা ফিল্ডিং করার সময়ে বেশ কিছু ভুল করে থাকেন। বিশেষত বল থ্রো করার সময়ে। যা ধরা পড়েছে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকানের চোখে। আর সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় তার জন্যই লখনউয়ের স্পিনারদের ক্লাস নিলেন তিনি। বুঝিয়ে দিলেন ফিল্ডিংয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস। লখনউয়ের তরফে তা♈ঁদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জন্টি রোডস, কৃষ্ণাপ্পা গৌতমকে ফিল্ডিং নিয়ে পরামর্শ দিচ্ছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে গৌতমকে তাঁর ফিল্ডিং টেকনিক শুধরাতে সাহায্য করছেন তিনি।
জন্টি রোডসকে ভিডিয়োতে বলতে শোনা যায় অনুশীলনের সময়ে বোলিং করতে হয় ১-২ ঘণ্টা। সেখানে ফিল্ডিংয়ের অনুশীলনের সময় পাওয়া যায় মাত্র ১০ মিনিট। ফলে অনেকেই ফিল্ডিংয়ের সময়ে বোলিং করার ভঙ্গিমায় বল থ্রো করে থাকেন। যা একেবারেই ঠিক নয়। জন্টিকে বলতে শোনা💟 যায় 'ভারতে আমরা বেশিরভাগ সময়েই দেখে থাকি ব্যাটাররাও ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটা করে থাকেন। ফলে তাঁরা থ্রো করার সময়ে ছোট ছোট স্টেপ ফেলে থ্রো করতে যান। ১-২ ঘণ্টা টানা বল করার পরে যখন ১০ মিনিটের জন্য ফিল্ডিং করেন তখনও তাদের বডি মনে করে তাঁরা বোলিং করছেন। ফলে ওই ছোট স্টেপ ফেলেই বল থ্রো করতে যান। যেটা ভুল। ফলে আমরা যেটা চেষ্টা করছি তা হল ওদেরকে শেখাতে চাইছি ফিল্ডিং করার সময়ে বিশেষত থ্রো করার সময়ে বড় বড় স্টেপ ফেলে থ্রো করতে হবে। ফলে 🤪সে তার গোটা শরীরের শক্তিকে ব্যবহার করা যায়। না হলে ছোট স্টেপ নিলে শুধু শরীরের উপরের অংশের শক্তি ব্যবহৃত হয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।