সানরাইজার্স হায়দরাবাদের তরুণ তুর্কি অভিষেক শর্মার মধ্যে যথাযথ অল-রাউন্ডার হয়ে ওঠার রসদ দেখছেন রশিদ খান। শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে বাঁ-হাতি অল-রাউন্ডার টিম ইন্ডিয়ায় জায়গা ⭕করে নিতে পারেন বলেও বিশ্বাস আফগান তারকার।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে 🐲তরুণ অভিষেকের হাতে ম্যাচের প্রথম ওভারেই বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। অধিনায়কের আস্থার যথাযথ মর্যাদা রাখেন তিনি। শুরুতে সাফল্য না পেলেও পরে দীপক হুডা ও হেনরিꦛকসের উইকেট তুলে নেন শর্মা। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। সানরাইজার্সের জয়ে অভিষেকের অবদান অস্বীকার করার উপায় নেই।
ম্যাচের শেষে রশিদ খান আইপিএলের ওয়েবসাইটের হয়ে সাক্ষাত্কার নেন অভি🉐ষেকের। সেই আলোচনার সময়েই রশিদ নিজের উপলব্ধির কথা জানান। আফগান তারকা বলেন, ‘ভবিষ্যতে তুমি ভারতীয় দলের একজন যথাযথ অল-রাউন্ডার হয়ে উঠবে এবং দলের হয়ে অনেক ম্যাচ খেলবে। তোমার মধ্যে দক্ষতার অভাব নেই। যদি কঠোর পরিশ্রম করতে পারো, তবে সাফল্য পাবে🐟ই।’
২০ বছর বয়সী অভি💃ষেক এখনও পর্যন্ত ৩২টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৪.৫৬ গড়ে ৫৬৫ রান🅠 করেছেন। ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বল হাতে নিয়েছেন ৯টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।