নিজেদের প্রথম ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেও প্লে-অফের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালো💧রের। বরং লিগের শেষ ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল বিরাট কোহলিদের। সুতরাং, জিততেই হবে এমন শর্ত সামনে নিয়ে চিন্নাস্বামীতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে সম্মুখসমরে নামে আরসিবি। গুজরাট টাইটানস অবশ্য নিতান্ত চাপমুক্ত ছিল। কেননা তারা আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরেছে। তাদের কাছে এই ম্যাচটি প্রথম কোয়ালিফায়ারের প্রস্ত🐎ুতি ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছিল। নিছক নিয়মরক্ষার ম্যাচ হলেও হার্দিক পান্ডিয়ারা শক্তিশালী দল নিয়েই মাঠে নামেন। শেষমেশ লিগের শেষ ম্যাচে গুজরাটের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নেয় আরসিবি।
ম্যাচের সেরা গিল
৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫২ বলে অপরাজিত ১০৪ 🔯রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গুজরাট টাইটানসের তারকা ওপেনার শুভমন গিল।
ছিটকে গেল আরসিবি
গুজ🍌রাট টাইটানসের কাছে হেরে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এবারের মতো আইপিএল অভিযান শেষ করল আরসিবি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করা মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করে।
গিলের সেঞ্চুরি, ৬ উইকেটে জয় গুজরাটের
শেষ ওভারে শুরুতেই ১টি নো-বল ও ১টি ওয়াইড বল করেন ওয়েন পার্নেল। সুতরাং, জয়ের জন্য ৬ বলে ৬ রান দরকার ছিল গুজরাটের। প্রথম বলে ছক্কা মেরে গিল ব্যক্তিগত শতরান পূর্ণ করার পাশাপাশি গুজরাটের জয় নিশ্চিত করেন। আরসিবির ৫ উইকেটে ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইটানস ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে টাইটানস। শুভমন গিল ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। তেওয়াটিয়া ৪ রানে নꦿট-আউট থাকেন। পার্নেল ৩.১ ওভারে 🍌৪২ রান খরচ করেন।
শেষ ওভারে ৮ রান দরকার গুজরাটের
১৯তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ১টি ছক্কা মারেন শুভমন গিল। ওভারে ১১ রান ওঠে। গুজরাটের স্কোর ৪ উইকেটে ১৯০ রান। জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার টাইটানসের। গিল ৯৮ রানে ব্যাট করছেন। হার্ষাল ৪ ওভারে ২৯ রানের বিনিময়📖ে ১টি উইকেট নিয়েছেন।
ডেভিড মিলার আউট
১৭.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে বাউন্ডারি লাইনে পরিবর্ত ফিল্ডার সুয়াশ প্রভুদেশাইয়ের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। ৭ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। গুজরাট ১৭১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। ১৮ ওভার শেষে গুজꦦরাটের স্কোর ৪ উইকেটে ১৭৯ রান। জয়ের জন্য তাদের দরকার ১২ বলে ১৯ রান। গিল ৪৮ বলে ৯১ রান করেছেন। সিরাজ ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৩ ওভারে ৩৪ দরকার গুজরাট
১৭তম ওভারে বিজয়কুমার বৈশাকের বলে ৯ রান সংগ্রহ করে গুজরাট। তাদের স𝐆্কোর ৩ উইকেটে ১৬৪ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে টাইটানস♌ের দরকার ৩৪ রান। ৭৮ রানে ব্যাট করছেন গিল। বৈশাক ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
দাসুন শানাকা আউট
১৫.৩ ওভারে হার্ষাল প্যাটেলের বলে পরিবর্ত ফিল্ডার সুয়াশ প্রভুদেশাইয়ের হাতে ধরা পড়েন দাসুন শানাকা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট ১৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। তিনি ম♊াঠে নেমেই চার মারেন। ১৬ ওভার শেষে গুজরাটের সಌ্কোর ৩ উইকেটে ১৫৫ রান। ৭২ রানে ব্যাট করছেন গিল। হার্ষাল ৩ ওভারে ১৮ রানেক বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি করেই আউট বিজয় শঙ্কর
৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিজয় শঙ্কর। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর পরেই আউট হয়ে বসেন তিনি। ১৫তম ওভারে বিজয়কুমার বৈশাকের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন বিজয় শঙ্কর। ১৪.৫ ওভারে বৈশাকের বলে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ৩৫ বলে ৫৩ রান করেন বিজয় শঙ্কর। গুজরাট ১৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। বৈশাক ৩ ওভ💮ারে ৩১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
সিরাজের ওভারে ৯ রান
১৪তম ওভারে মহম্মদ সিরাজের বলে ১টি চার 𒅌মারেন বিজয় শঙ্কর। ওভারে ৯ রান ওঠে। গুজরাটের🥃 স্কোর ১ উইকেটে ১৩৪ রান। গিল ৭১ ও বিজয় শঙ্কর ৩৯ রানে ব্যাট করছেন। সিরাজ ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ব্রেসওয়েলের ওভারে জোড়া ছক্কা গিলের
১৩তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে জোড়🌜া ছক্কা হাঁকান শুভমন গিল। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১২৫ রান। গিল ৬৯ রানে ব্যাট করছেন।
গিলের হাফ-সেঞ্চুরি
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১০৯ রান। গিল ৫৩ ও বিজয় শঙ্কর ৩২ রানে ব্যাট করছেন। হার্ষাল ২ ওভারে ১২ রান খরচ করেছেন✅।
১০০ টপকাল গুজরাট
১১তম ওভারে হিমাংশু শর্🌠মার বলে ১টি করে চার মারেন বিজয় শঙ্কর ও শুভমন গিল। ওভারে ১২ রান ওঠে। ১১ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১০২ রান। গিল ৪৭ ও বিজয় শঙ্কর ৩২ রানে ব্যাট করছেন। হিমাংশু ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।
১০ ওভারে ১০৮ রান দরকার গুজরাটের
দশম ওভারে হা🗹র্ষাল প্যাটেলের বলে ১টি চার মারেন বিজয় শঙ্কর। ওভারে ৬ রান ওঠে। ১০ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৯০ রান। জয়ের 🎶জন্য শেষ ১০ ওভারে ১০৮ রান দরকার টাইটানসের।
হিমাংশুর ওভারে চার-ছক্কা গিলের
নবম ওভারে হিমাংশু শর্মার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন🙈 গিল। ওভারে ১৩ রান ওঠে। গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৮৪ রান। গিল ২০ বলে ৪০ রান করেছেন। ২০ বলে ২১ রান করেছেন বিজয় শঙ্কর। হিমাংশু ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
বিজয়কুমারকে ছক্কা হাঁকালেন গিল
অষ্টম ওভারে বিজয়কুমার বৈশাকের বলে ১টি ছক্কা মারেন ๊শুভমন গিল। ওভারে ১২ রান ওঠে। গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৭১ রান। গিল ২৮ ও বিজয় শঙ্কর ২১ রানে ব্যাট করছেন। বিজয়কুমার বৈশাক ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
হিমাংশুর ওভারে ৮ রান
সপ্তম ওভারে বল করতে আসেন হিমাংশু শর্মা। তাঁর ওভারে ৮ রান ওঠে। ৮ ওভার শেষে গুজরꦜাটের স্কোর ১ উইকেটে ৫৯ রান। গিল ২০ রানে ব্যাট করছেন। ১৮ রান করেছেন বিজয় শঙ্কর।
৫০ টপকাল গুজরাট
ষষ্ঠ ওভারে ওয়েন পার্নেলের বলে ১টি চার মারেন শুভমন গিল। ১টি চার ও ১টি ছক্কা মারেন বিজয় শঙ্কর। ওভারে ১৬ রান ওঠে। প﷽াওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাটের স্ক🌸োর ১ উইকেটে ৫১ রান। গিল ১৮ ও বিজয় শঙ্কর ১৬ রানে ব্যাট করছেন। পার্নেল ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
বিজয়কুমারের ওভারে ৫ রান
পঞ্চম ওভারে ৫ রান খরচ করেন বিজয়কুমার বৈশাক। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ১ ♍উইকেটে ৩৫🉐 রান। ১৩ রানে ব্যাট করছেন গিল। ৫ রান করেছেন বিজয় শঙ্কর।
পার্নেলের ওভরে ৫ রান
চতুর্থ ওভারে ওয়েন পার্নেলের বলে ১টি চার মারেন বি♑জয় শঙ্কর। ওভারে ৫ রান ওঠে। ৪ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৩০ রান। পার্নেল ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
ঋদ্ধিমান সাহা আউট
২.৬ ওভারে মহম্ম🍨দ সিরাজের বলে ওয়েন পার্নেলের হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১২ রান করেন সাহা। গুজরাট ২৫ রানে ১ উইকেট হারায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর। সিরাজ ২ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পার্নেলের বলে ৩টি বাউন্ডারি
দ্বিতীয় ওভারে ওয়েন পার্নেলের বলে ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ২টি চার মারেন শুভমন গღিল। ওভা♉রে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ১৫ রান। গিল ৮ ও ঋদ্ধি ৬ রানে ব্যাট করছেন।
রান তাড়া শুরু গুজরাটের
শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নাম�🌱�েন ঋদ্ধিমান সাহা। আরসিবির হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। শুরুতেই ওয়াইড বল করেন সিরাজ। পঞ্চম বলে ১ রান নেন ঋদ্ধি। প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে গুজরাট।
২০০-র দোরগোড়ায় থামল আরসিবি
শেষ ওভারে মোহিত শর্মার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন অনূজ রাওয়াত। ওভারে ১৫ রান ওঠে। আরসিবি♔ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তোলে। কোহলি ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ১৫ 🃏বলে ২৩ রান করে নট-আউট থাকেন অনূজ রাওয়াত। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। জয়ের জন্য গুজরাটের দরকার ১৯৮ রান। মোহিত ৪ ওভারে ৫৪ রান খরচ করেছেন।
রেকর্ড শতরান বিরাট কোহলির
১৩টি চার ও𒉰 ১টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। চলতি আইপিএল পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আইপিএলের ইতিহাসে এটি কোহলির ৭ নম্বর শতরান। ক্রি♎স গেইলকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার সর্বকালীন রেকর্ড গড়েন কোহলি। গেইল আইপিএলে ৬টি শতরান করেছেন।
শামির ওভারে ১৩ রান
১৯তম ওভারে মহম্মদ শামির বলে ২টি চার মারেন বিরাট কোহলি। ওভারে ১৩ রান ওঠে। আরসিবির স্কোর ৫💦 উইকেটে ১৮২ রান। কোহলি ৯৯ রানে ব্যাট করছেন। শামি ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১০ রানে ব্যাট করছেন অনূজ।
শতরানের দোরগোড়ায় কোহলি
১৮তম ওভারে যশ দয়ালের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন বিরাট কোহলি। ওভারে ১৪ রান ওঠে। আরসিবির স্কোর ৫ উইকেটে ১৬৯ রান। কোহলি ৮৯ রানে ব্যাট করছে✨ন। ৭ রান করেছেন অনূজ। যশ ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১৫০ টপকাল আরসিবি
১৭তম ওভারে রশিদ খান ৬ রান খরচ করেন। আরসি🎐বির স্কোꦚর ৫ উইকেটে ১৫৫ রান। কোহলি ৭৭ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মোহিতের ওভারে ১৩ রান
১৬তম ওভারে মোহিত শর্মার বলে ২টি চার মারেন কোহলি। ওভারে ১৩ রান ওঠে। আরসিবির স্কোর ৫ উইকেটে ১৪৯ রান। কোহলি ৪৭ বলে ৭৩ রান করেছেন। মোহিত ৩ ওভারে ৩৮ রান খরচ ক💃রেছেন।
দীনেশ কার্তিক আউট
১৪.২ ওভারে যশ দয়ালের বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়েন দীনেশ কার্তিক। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন কার্তিক। আরসিবি ১৩৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনূজ রাওয়াত। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকে💮টে ১৩৬ রান। কোহলি ৬৩ রানে ব্যাট করছেন। যশ ৩ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
মাইকেল ব্রেসওয়েল আউট
১৩.৬ ওভারে মহম্মদ শামির ফুলটস বল গগনে তুলে তাঁ🍎র হাতেই ধরা পড়েন মাইকেল ব্রেসওয়েল। ১৬ ব🎶লে ২৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। আরসিবি ১৩২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। শামি ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
মোহিতের ওভারে ১৫ রান
১৩তম ওভারে মোহিত শর্মার বলে ১✃টি চার মারেন বিরাট কোহলি। ২টি চার মারেন মাইকেল ব্রেসওয়েল। ওভারে ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১২৭ রান। কোহলি ৫৮ ও ব্রেসওয়েল ২৪ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ২৬ রান ✨খরচ করেছেন।
হাফ-সেঞ্চুরি কোহলির
৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১১২ রান। কোহলি ৫২ ও ব্রেসওয়েল ১৫ রানে ব্যাট করছেন। নূর ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২টি𓂃 উইকেট নিয়েছেন।
১০০ টপকাল আরসিবি
১১𒁏তম ওভারে মোহিত শর্মার বলে🥀 ২টি চার মারেন ব্রেসওয়েল। ওভারে ১১ রান ওঠে। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১০৪ রান। কোহলি ৪৯ রানে ব্যাট করছেন। ব্রেসওয়েল ১০ রান করেছেন।
মহীপাল লোমরোর আউট
৯.২ ওভারে নূর আহমেদের ওয়াইড বলে মহীপাল লোমরোরকে দুর্দান্ত স্টাম্প করেন ঋদ্ধিমান সাহা। ৩ বলে ১ রান করেন তিনি। আরসিবি ৮৫ রানে ৩ উই💛কেট হারায়। ব্যাট করতে নামেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভার শেষে আরসিবির স্কোর♎ ৩ উইকেটে ৯৩ রান। কোহলি ৪৮ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ম্যাক্সওয়েল আউট
৮.২ ওভারে রশিদ খানের বলে বোল্ড হয়ে🥃 মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১১ রান করেন তিনি। আরসিবি ৮০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহীপাল লোমরোর। ৯ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৮২ রান। ৪১ রানে ব্যাট করছেন কোহলি। রশিদ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ফ্যাফ ডু'প্লেসি আউট
৭.১ ওভারে নূর আহমেদের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন ফ্যাফ ডু'প্লেসি। ১৯ বলে ২৮ রান করেন তিনি। মারেন𝄹 ৫টি চার। আরসিবি ৬৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৮ ওভার শেষে আরসিবির স♐্কোর ১ উইকেটে ৭৯ রান। কোহলি ৩৯ ও ম্যাক্সওয়েল ১১ রানে ব্যাট করছেন। নূর ২ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রশিদের ওভারে ৫ রান
সপ্তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন রশিদ খান। ৭ ওভার শেষে আর🎉সিবির স্কোর বিনা উইকেটে ৬৭ রান। ক๊োহলি ৩৮ ও ফ্যাফ ২৮ রানে ব্যাট করছেন। রশিদ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
পাওয়ার প্লের খেলা শেষ
ষষ্ঠ ওভারে নূর আহমেদের বল🐷ে ১টি চার মারেন কোহলি। ওভারে ৯ রꦯান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৬২ রান। কোহলি ৩৬ রানে ব্যাট করছেন। ২৫ রানে ব্যাট করছেন ফ্যাফ।
৫০ টপকাল আরসিবি
পঞ্চম ওভারে রশিদ খানের বলে ১টি চার মারেন কোহলি। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেট🗹ে ৫৩ রান। কোহলি ২৯ ও ফ্যাফ ২৩ রানে ব্যাট করছেন।
যশ দয়ালের ওভারে ৪টি বাউন্ডারি
চতুর্থ ওভা🍃রে যশ দয়ালের বলে ৩টি চার মারেন বিরাট কোহলি এবং ১টি চার মারেন ডু'প্লেসি। ওভারে ১৭ রান ওঠে। ৪ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪৩ রান। কোহলি ও ফ্যাফ উভয়েউ ব্যক্তিগত ২১ রানে ব্যাট করছেন। দয়াল ২ ওভারে ২১ রান খ𝐆রচ করেছেন।
শামির ওভারে ৪টি চার ডু'প্লেসির
তৃ🍎তীয় ওভারে🅷 মহম্মদ শামির বলে ৪টি চার মারেন ফ্যাফ ডু'প্লেসি। ওভারে ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ২৬ রান। ফ্যাফ ১৭ ও কোহলি ৮ রানে ব্যাট করছেন। শামি ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
যশ দয়ালের ওভারে ৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন য꧅শ দয়াল। তাঁর ওভারে ৪ রান সংগ্রহ করে আরসিবি। ২ ওভার শেষে ব্যাঙ্গಌালোরের স্কোর বিনা উইকেটে ১০ রান।
কোহলির বাউন্ডারিতে ম্য়াচ শুরু
ফ্যাফ ডু'প্লেসিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। গুজরাটের হয়ে ꦍবোলিং শুরু করেন মহম্মদ শামি। তৃতীয় বলে চার মারেন কোহলি। প্রথম ওভারে আরসিবি ৬ রান সংগ্রহ করে।
ম্যাচ শুরু আরও দেরিতে
টসের পরে হালকা বৃষ্টির জন্য ৮টার সময় ম্যাচ শুরু করা যায়নি। খেলা শুরু হবে ৮টা ২৫ মিনিটে। গুজরাটের ক্রিকেটাররা মাঠে নেমেছেন ইতিমধ্যেই। আরꦛসিবির꧋ ব্যাটসম্যানরাও মাঠে নামার জন্য তৈরি।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
আরসিবি- হিমাংশু শর্মা, সুয়াশ প্রভুদেশাই, ফিন অ্যালেন, সোনু যাদব ও আকাশ দীপ।
গুজরাট- বিজয়﷽ শঙ্কর, কেএস ভরত, শিবম মাভি🍃, সাই কিশোর ও অভিনব মনোহর।
গুজরাটের প্রথম একাদশ
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি ও যশ দয়াল𝓡।
আরসিবির প্রথম একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, মাইকেল ব্রেসওয়েল, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার♊🐭), হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, বিজয়কুমার বৈশাক ও মহম্মদ সিরাজ।
টস জিতল গুজরাট
আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর শেষ লিগ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। সুতরাং, চিন্নাস্বামীতে রা𒀰ন তাড়া করবে গুজরাট।
কখন শুরু হবে ম্যাচ?
চিন্নাস্বামীতে ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে টস। ম্যাচ শুরু হবে রান ৮টায়। অর্থাৎ, প্রবল বৃষ্টি সত্ত্বেও নির্ধারিত সময় থ෴েকে মাত্র ৩০ মিনিট দেরিতে শুরু হবে খেলা। কোনও ওভার কাটা যাচ্ছে না। সুতরাং, ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ওভার প্রতি ইনিংসের।
পিছিয়ে গেল টস
বৃষ্টির লুকোচুরি চলছে বেঙ্গালুরুতে। তাই পিছিয়ে দেওয়া হয়েছে টস। মাঠকর্মীরা অক্লান্ত প্ররিশ্রম করছেন মাঠ খেলার উপযোগী করে তোলার জন্👍য। যদিও ম্যাচ আদৌ অনুষ্ঠিত 🎉হবে কিনা, সে বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
মুখোমুখি লড়াইয়ে পল্লা ঝুঁকে নেই কোনও দিকেই
গত মরশুমে ২টি ম্যাচে পরস্প𒆙রের বিরুদ্ধে ✨লড়াইয়ে নামে আরসিবি ও গুজরাট। উভয় দল ১টি করে ম্যাচ জেতে। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে কোনও দিকেই পাল্লা ঝুঁকে নেই।
ম্য়াচ ভেস্তে গেলে আরসিবির কী হবে?
ম্যাচ ভেস্তে গেলে আরসিবি ও গুজরাট, উভয় দল ১ পয়েন্ট করে পাবে। সুতরাং, আরসিবির পয়েন্ট দাঁড়াবে ১৫। সেক্ষেত্রে মুম্বই তাদের শেষ ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে রোহিতরা প্লে-অফে পৌঁছে যাবেন এবং বিদায় নিতে হবে কোহলিদের। তবে মুম্বই যদি হারে, তবে প♍্লে-অফে যাওয়ার জন্য ১৫ পয়েন্টই যথেষ্ট হয়ে দাঁড়াবে আরসিবির পক্ষে। সেক্ষেত্রে মাঠে না নেমেও শেষ চারে পৌঁছে যেতে পারে আরসিবি।
প্রবল বৃষ্টি বেঙ্গালুরুতে
ম্যাচের কয়েক ঘণ্টা আগেও বেঙ্গালুরুতে প্রবল বৃষ🍬্টি। চিন্নাস্বামীর নিকাশি ব্যবস্থা দুর্দান্ত হলেও ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। অন্তত ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।
কীভাবে প্লে-অফে যেতে পারে আরসিবি
১. মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচ হারলে এবং আরসিবি তাদের শেষ ম্যাচ জিতলে বিরাট কোহলিদের প্লে-অফের টিকিট নিশ্চিত।
২. মুম্বই যদি তাদের শেষ ম্যাচ জেতে, তাহলে আরসিবিকে তাদের শেষ ম্যাচ জিততে হবে বড়সড় ব্যবধানে। সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে মুম্বইকে টপকে শেষ চারে পৌঁছে যাবে ব্যাঙ্গালোর।
৩. মুম্বই ও আরসিবি, উভয় দলই তাদে💧র শেষ ম্যাচ হারলে নেট রান-রেটে মুম্বই ও রাজস্থানকে টেক্কা দিতে প🦩ারলেই কেল্লা ফতে কোহলিদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।