ব্যাটিং অর্ডার বদলে রাজস্থান ম্যাচে কোহলিকে ওপেন করতে পাঠায় রয়্যাল চ্যাল✃েঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও তাতেও কাজের কাজ কিছুই হয়নি। বিরাট ব্যাট হাতে যথারীতি ব্যর্থ। ব্যর্থ আরসিবিও। বোলাররা রাজস্থানকে নাগালের মধ্যে বেঁধে রেখেছিলেন। তবে ব্যাটসম্যা♐নদের ব্যর্থতায় আরও একটি ম্যাচে কার্যত আত্মসমর্পণ করে হারতে হয় ব্যাঙ্গালোরকে।
স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে আরসিবি দলনায়ক সরাসরি আঙুল তুললেন ব্যাটসম্যানদের দিকেই। আরও স্পষ্ট করে বললে বলতে হয় যে, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই কার্যত ম্যাচ হারের জন্য দায়ি করলেন ডু'প্লেস꧑ি। এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে, বিরাট কোহলিও সেই টপ অর্ডার ব্যাটসম্যানদের দলেই পড়েন।
কোহলি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং দল তাঁর আত্মবিশ্বাস ফেরাতেই বিরাটকে ব্যাটিং লাইনআপের একেবারে উপরে তুলে নিয়ে আসে এটা স্পষ্ট করে দেন ফ্যাফ। তবে শুরুতেই পরপর উইকেট হারালে খুব বেশিদূর এগনো যায় না বলেও মন্তব্য করেন আরসিবি দলনায়ক। সুতরাং, প্রকারান্তরে কোহলির ব্๊যর্থতার দিকেও উঠল আঙুল।
ডু'প্লেসি বলেন, ‘এই ম্যাচটাও কার্যত আগের ম্যাচের মতোই ছিল। শুরুর ওভারগুলিতেই যদি গো🦂ড়ায় সজোরে আঘাত লাগে, তবে 🐬বেশিদূত যাওয়া কঠিন। ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে আমাদের। টপ অর্ডারের সমস্যা মেটাতেই হবে আমাদের। প্রথম চারজন ব্যাটসম্য়ানের কোনও একজনকে ইনিংস টেনে নিয়ে যেতে হবে, যেটা করে দেখাতে আমরা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছি। এই ম্যাচে আমরা ব্যাটিং অর্ডারে বদল করি। মনে হয়েছিল ওরা ইতিবাচক খেলার চেষ্টা করতে পারে।'
আরও পড়ু❀🌜ন:- IPL 2022: RR-এর কাছে হেরে নিজেদের লড়াই খুবই কঠিন করল RCB, এ ভাবে হারের কারণ কী?
কোহলির ধারাবাহিক ব্যর্থতা প্রসঙ্গে ডু'প্লেসি বলেন, ‘বড় খেলোয়াড়রা সবা🐼ইই এমন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চেয়েছিলাম ওকে সরাসরি মাঠে নামিয়ে দিতে, যাতে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবতে না পারে। এটা সবটাই আত্মবিশ্বাসের খেলা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।