২০১২ সাল থেকে ২০২২, এক দশক পেরিয়ে গেলেও কলকাত💝া নাইট রাইডার্স জার্সিতে আজও অপরিহার্য সুনীল নারিন। গত দুই ম্যাচে পরাজয়ের পর আজ রাজস্থান রয়্য🌠ালসের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর। এই ম্যাচেই এক অনন্য নজির গড়তে চলেছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোজাত নারিন।
৩৩ বছর বয়সি স্পিন জাদুগর, প্রথম নাইট হিসাবে এই ম্যাচে মাঠে নামলেই কেকেআর জার্সিতে ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলবেন। আর কোনও নাইট এই বিষয়ে নারিনের ধারেকাছে নেই। এখনও অবধি ১৪৯টি ম্যাচে কেকেআরের হয়ে ১৬৫টি꧒ উইকেট রয়েছে নারিনের দখলে। এর মধ্যে ১৪৭টি উইকেট এসেছে আইপিএলে। অর্থাৎ আর মাত্র তিনটি উইকেট নিলেই প্রথম নাইট ও সব মিলিয়ে অষ্টম বোলার হিসাবে ১৫০টি আইপিএল উইকেট নিয়ে ফেলবেন নারি🧔ন।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
একমাত্র লসিথ মালিঙ্গা (মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে) বাদে আর কোনও বোলার আইপিএল ইতিহাসে কোনও ফ্রাঞ্চাইজির হয়ে ১৫০টি উౠইকেট নেয়নি। সুতরাং, সেই অর্থে নারিন দ্বিতীয় এমন বোলার হবেন যিনি এক ফ্রাঞ্চাইজির হয়ে এতগুলি উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতেও আইপিএলে এক হাজার রান করা থেকে আর সামান্যই দূরে𒊎 তিনি। বর্তমানে তাঁর মোট রান সংখ্যা ৯৭৬। সুতরাং, সেক্ষেত্রে আর ২৪ রান করতে হবে তাঁকে। এই পরিসংখ্যান ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের খেতাবজয়ী দলের সদস্য় নারিন যে নিঃসন্দেহে কেকেআর কিংবদন্তি, তা আবারও প্রমাণ করে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।