১৬তম ওভার বল করতে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ২১ বছরের🐼 তরুণ ঋত্বিক শোকেন। তাঁকেꦜ পেয়ে দাপটের সঙ্গে পরপর চারটি ছক্কা হাঁকান জস বাটলার। একেবারে বিধ্বংসী মেজাজে। এর পর কী ঘটল জানেন?
চারটি ছয় মারার পর ব্যাট পাল্টান বাটলার। রাজস্থান রয়্যালসের তারকা বিদেশি যে বেশ তেতে রয়েছেন, সেটা বুঝতে পেরেছিলেন ঋত্বিক। পঞ্চম বলটি তিনি কিছুটা বাইরে দিয়ে করেন। ওয়াইড দেননি আম্পায়ার। কারণ দাগ ঘেষে বেরিয়ে গিয়েছিল বলটি। ষষ্ঠ বলটিও একই ভাবে করেছিলেন ঋত্বিক। কিন্তু সেই বলটিতে ফের ছক্কা হাঁকাতে যান বাটলার। বলটি কিছুটা দূর দিয়ে যাচ্ছিল, যে কারণে ঠিক মতো ব্যাটে বলে হয়নি। বলটি উপরে তুললে ছয়ের বদলে সূর্যকুমার যাদবের তালুবন্দি হয়। ৫২ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন জস বাটলার।
আরও পড়ুন: নো-বল বিবাদ চꦜলাকালীন বাউন্ডারি লাইনে পন্ত ও বাটলারের ঝগড়া! 𝓡ভাইরাল হল ভিডিয়ো
বাটলারের উইকেট তখন ফেলতে না পারলে, তিনি যে কোথায় থামতেন কে জানেন🌃!🔯 তিনি ৬৭ রানে আউট হওয়ায় তুলনামূলক কম রানে
টসে জিতে এ দিন রাজস্থানকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে বাটলার ৫২ বলে ৬৭ রান রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু এর বাইরে কেউ-ই সে ভাবে বড় রান করতে পারেননি। রবিচন্দ্রন অশ𝓰্বিন অবশ্য সাতে ব্যাট করতে নেমে ৯ বলে ২১ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন। এটাই রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ। বাকিরা কেউ-ই ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে রাজস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।