রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য জোস বাটলারের দুর্দান্ত শতরানকে কৃতিত্ব দেওয়া ছাড়া উপায় নেই। তবে বীরেন্দ্র সেহওয়াগ মনে করছেন যে, কৃতিত্ব প্রাপ্য অন্য একজনেরও, যাঁকে নি🌱য়𒁃ে আলোচনা হচ্ছে না মোটেও।
আসলে সেহওয়াগ কৃতিত্ব দিচ্ছেন রাজস্থানের তরুণ ওপে🌌নার যশস্বী জসওয়ালকেও। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার দাবি, ম্যাচের প্রথম ওভারেই ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৬ রান তুলে জসওয়ালই বাটলারের উপর থেকে চাপ কমিয়ে দেন। বাটলার খোলা মনে ব্যাট করতে পারেন যশস্বীর ১৩ বলে ২১ রানের সংক্ষিপ্ত ইনিংসের জন্যই।
যদিও বীরু মনে করছেন যে, জসওয়ালকে যদি ভারতীয় দলে জায়গা করে নিতে হয়, তবে এই ছোট অথচ আগ্রাসী ইনিংসগুলিকে বড় রূপ দ🦩িতে হবে।
ক্রিকবাজের আলোচনা⛄য় সেহওয়াগ বলেন, ‘ও (জসওয়াল) প্রথম ওভারে ১৬ রান তুলে চাপটাই কাটিয়ে দেয়। ও বাটলারকে পুরোপুরি চাপমুক্ত করে দেয়। সুতরাং, যশস্বীরও প্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরসংশা করা উচিত। হতে পারে ওর ইনিংসটা ছোট ছিল, তবে কার্যকরী সন্দেহ নেই। এটা ভালো বিষয় যে, পাওয়ার প্লে-কে যথাযথ ব্যবহার করার মতো যথেষ্ট সাহসী ব্যাটার রয়েছে রাজস্থানের হাতে।’
আরও পড⭕়ুন:- IPL 2022: ‘বাউন্স ব্যাক করতে আমরা অভ্যস্ত’, দাবি RR অধিনায়কের
পরক্ষণেই সেহওয়াগ বলেন, ‘তবে ওকে (জসওয়ালকে) যদি🐭 ভারতের হয়ে খেলতে হয়, তবে বড় রান করতে হবে। ওকে বোঝাতে হবে যে, বড় রানের জন্য ক্ষিদে রয়েছে ওর। যদি সেটা করে দেখাতে পারে, তাহলে ভারতীয় দলে ডাক পেতেই পারে। তবে এতে কোনও সন্দেহ নেই যে, আরসিবির বিরুদ্ধে ওর ১৩ ব🌼লে ২১ রানের ইনিংসটি অত্যন্ত কার্যকরী ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।