দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গ🅘ায়ে অভিষেক হল সচিন তেন্ডুলকর পুত্রের। অনেকেই অর্জুনকে মাঠে দেখতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই 🎃অপেক্ষার অবসান ঘটল। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামলেন মাস্টার ব্লাস্টারের ছেলে।
এই ম্যাচে প্রথম ওভারেই বল করতে যান অর্জুন। প্রথম ওভারেই দুর্দান্ত বল কর✤েন তিনি। প্রথম ওভারে দেন মাত্র ৫ রান। সেই ওভারের সঙ্গে সঙ্গে অনেকেই সচিন তেন্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, অর্জুনের পারফরম্যান্সের সঙ্গে সচিনের মিল কোথায়? এবার আসা যাক আসল প্রসঙ্গে। ২০০৯ সালে এপ্রিল মাসে আইপিএলে কেকেআর বনাম মুম্বই ম্যাচে বল করেন সচিন। তখন তিনি তাঁর প্রথম ওভারে ৫ রান দেন। এবার ১৬তম আইপিএল মরশুমে কেকেআরের বিরুদ্ধে অভিষেক হয়েছে অর্জুনের। তিনিও প্রথম ওভারে ৫ রান দিলেন। বাবা এবং ছেলের মধ্যে অনেকটাই মিল দেখা গিয়েছে।
এবারের ঘরোয়া মরশুমে গোয়ার হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। শতরানও রয়েছে অর্জুনের ঝুলিতে। এছাড়াও বল হাতে উইকেটও পেয়েছেন সচিন পুত্র। গত কয়েক দিন ধরেই মুম্বইয়ের নেটে অনেকটা সময় ধরে বল করতꦇে দেখা যায় অর্জুনকে। মুম্বই ইন্ডিয়ান্সের একটি ভিডিয়োতেও দেখা যায় অধিনায়ক রোহিত শর্মা অর্জুন সহ আরও কয়েক জন তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। তখন আন্দাজ করা গিয়েছিল, কয়েক ম্যাচ পরই প্রথম একাদশে দেখ যেতে পারে অর্জুনকে। আর সেই জল্পনাই সত্যি হল। বাবার সামনে অভিষেক ঘটালেন অর্জুন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন সারা তেন্ডুলকর। ভাইয়ের অভিষেক হওয়ার খবরে তারাও বেশ উচ্ছ্বসিত।
প্রথমবার মুম্বইয়ের হয়ে মাঠের নামার আগে অর্জুনকে ಞবিশেষ উপদেশ দেন বাবা সচিন তেন্ডুলকর। দেখা যায়, ছেলেকে কিছু বোঝাচ্ছেন মাস্টার ব্লাস্টার। আইপিএলের প্রথম ম্যাচে অর্জুন যে বেশ চাপে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। সেই চাপ মুক্তি করতেই বিশেষ টিপস দিচ্ছিলেন মাস্টার ব্লাস্টার। এমনটাই মনে করছে ক্রিকেট মহল।
অর্জুনের আই♎পিএল অভিষেক হওয়ায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টুইটে অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ। প্রাক্তন ভারত অধিনায়ক টুইটে লিখেছেন, 'অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে খুব খুশি। চ্যাম্পিয়ন বাবা অবশ্যই গর্বিত। অর্জুনের জন্য শুভ কামনা।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।