কেকেআরের হয়ে মাঠে নামার যতটুকু সুযোগ পেয়েছেন, দলকে ব্যাট হাতে নির্ভরতা দিয়েছেন তিনি। তা সত্ত্বেও কলকꦆাতা এবছর নিলামের আগে ধরে রাখেনি রাহুল ত্রিপꦕাঠীকে। তাঁকে মেগা নিলাম থেকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআরের হয়ে অথবা বিপক্ষে, রাহুল ত্রিপাঠী একই রকম ধারাবাহিক। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে হায়দরাবাদকে ম্যাচ জেতান তিনি। ম্যাচের আগে ও পরে, নাইট রাইডার্সের পুরনো বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দিতে দেখা যায় ত্রিপাঠীকে। কখনও রিঙ্কু সিংদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করা তো ক✤খনও আবার আন্দ্রে রাসেলের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে।
তবে🌟🌼 ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যায় ত্রিপাঠীর সঙ্গে নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের আচরণ। ম্যাচের শেষে পুরনো শিষ্যকে গুরু ম্যাকালাম পরম স্নেহে কাছে টেনে নেন। যদিও আলিঙ্গন ছাড়াও ত্রিপাঠীর হাত ধরে তাঁর সঙ্গে মস্করা করতেও দেখা যায় ব্রেন্ডনকে।
উল্লেখ্য, শুক্রবার রাহুল ত্রিপাঠীর জন্যই ব্র্যাবোর্ন স্টোড🔯িয়ামে ম্যাচ হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের 🦩বিনিময়ে ১৭৫ রান তোলে। নীতিশ রানা ৫৪ ও আন্দ্রে রাসেল অপরাজিত ৪৯ রান করেন।
আরও পড়ুন:- SRH vs KKR: '♓ঘরের ছেলღেই' হারিয়ে দিল নাইট রাইডার্সকে, সঙ্গ দিলেন মার্করাম
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।