কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বোলারদের পিটিয়ে একশেষ করছেন রাহুল ত্রিপাঠী। তবে প্রাক্তন নাইটের প্রশংসায় কোনও খামতি রাখলেন না কেকেআরের মেন্টর ডেভিড হাসি। বললেন, ‘ভালো লোকের সঙ্গে ভালো🥃 জিনিস হওয়া উচিত।’
(SRH vs KKR Live ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শুক্রবার কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলছেন রাহুল। যিনি কেকেআর শিবিরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। গত বছর তাঁর ছক্কার সৌজন্যেই আইপিএলের ফাইনালে উঠেছিল কেকেআর। কিন্তু এবার নিলামে রাহুলকে দলে নেয় সানরাইজার্স। সেই রাহুলই কেকেআরের বিরুদ্ধে ২১💦 বলে অর্ধশতরান করেন। ১২ ইনিংস পর অর্ধশতরানের গণ্ডি পার করেন। ব🌃িশেষত বরুণ চক্রবর্তী এবং আমন খানকে ‘নিশানা’ করেন রাহুল।
তারইমধ্যে আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পꦅোর্টসে কেকেআরের মেন্টর বলেন, ‘ভালো লোকের সঙ্গে ভালো জিনিস হওয়া উচিত। দেখে ভালো লাগছে। তবে ও ৬০-৭০ রান করুক। কেকেআর𝓰 জিতবে। ওর অসামান্য প্রতিভা আছে। অন্যতম ভালো ছেলে।’
কেকেআরের ব্যাটিং রিপোর্ট
শুক্রবার ব্রেবোর্নে টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন। অজিঙ্কা রাহানেকে বাদ দিয়েও কেকেআ🎃রের ওপেনিংয়ে ভাগ্য ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ। তারপর বেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন আউট হয়ে যান। তার জেরে ৪.৩ ওভারে তিন উইকেটে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩১ রান। সেখান থেকে কেকেআরের ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানা। কিন্তু হায়দরাবাদের পরিকল্পনা জেনেবুঝেও ফাঁদে পা দেন কেকেআর অধিনায়ক। সেখান থেকে কেকেআরকে এগিয়ে নিয়ে যান আন্দ্রে রাসেল। শেষপর্যন্ত রানার ৩৬ বলে ৫৪ রান, রাসেলের ২৫ বলে অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৭০ রানের গণ্ডি পার করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।