আইপিএল ২০২৩-এর ৫৫তম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের বোলাররা চেন্নাই সুপার কিংসকে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬৭ রানে সীমাবদ্ধ করে ছিল। এদিনে ম্যাচে মিচেল মার্শ তিন ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং অক্ষর প্যাটেল নিয়েছিলেন দুটি উইকেট। চেন্নাইয়ের হয়ে মহেন্দ্র সিং ধোনি ৯ বলে ২০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শিবম দুবে ২৫ এবং রুতুরাজ গায়কোয়াড় ২৪ 🐬রান করেন। একটা সময় মনে হচ্ছিল চেন্নাই এই ম্যাচেও দেড়শো রানের স্কোর ছুঁতে ♐পারবে না হয়তো।
আরও পড়ুন… ভিডিয়ো: দাঁড়িয়ে সচিন🍸 জানালেন কুর্নিশ, কাছে এসে পিঠ চাপড়ে দিলেন কোহলি- সূর্যকে অভিনন্দন
কিন্তু ধোনি আসার সঙ্গে সঙ্গে ম্যাচের ছবিটা বদলে যায়। ৪১ বছর বয়সি মাহি মাত্🌜র নয় বলে ২০ রান করেন, যার মধ্যে দুটি চার ও একটি ছক্কা ছিল। এদিনের ম্যাচে ২২২.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। মাহির এই রানের গতি দেখে তাঁর পরিবারের সদস্যেরাও বেশ খুশি ছিলেন। ধোনি যখন চার, ছক্কা মারছিলেন 🌳তখন দর্শক আসনে বসে সাক্ষী ধোনি ও জিভা দারুণ উপভোগ করেছিলেন।
আরও পড়ুন… শেষ বলে রিঙ্কুর চারে জিতেছিল KKR, PBKS -কে জেতাতে না পেরে কেঁদেই ফেলেছিলেন আর্শদꦑীপ সিং
৪১ বছরেও যে ধোনির ধার কোনও অংশে কমে যায়নি সেটাই এদিন প্রমাণিত হল। আসলে মাহি অনেকটা নীচে নেমে ব্যাট করেন তাই স♔ব ম্যাচে মাহির ব্যাটিং দেখা যায় না। কিন্তু এদিনের ছবিটা ছিল আলাদা। ১১.১ ওভারে ৭৭ রানে চার উইকেট হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। ১৬.২ ওভারে CSK এর রান যখন ১২৬ রান ছিল তখন ১৭ বলে ২৩ রান করে অম্বাতি রাইডু আউট হয়ে যান। এর পরে ব্যাট হাতে মাঠে নামেন মহেন্দ্র সি𒁃ং ধোনি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
মাঠে নামার সঙ্গে সঙ্গেই চিন্নাস্বামী স্টেডিয়াম মাহির নামে গর্জে ওঠে। সেটা যে কেন হয়েছিল সেটাই প্রমাণ করেন ধোনি। মাত্র ৮ বলেই ২০ রান করেন তিনি। ধোনির খেলা ৯ নম্বর বলটি করেছিলেন মিচেল মার্শ। মার্শের সেই বলে বড় হিট মারতে গিয়ে ডেভিড ওয়ার্নারের হ꧂াতে ক্যাচ দিয়ে বসেন মাহি। তবে ততক্ষণে দলের স্কোরকে আলাদা গত🃏ি দিয়ে দিয়েছিলেন মাহি। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে চেন্নাই।
এই🅘 খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।