রবিবার চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে🤪) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ তাদের ൩হোম গ্রাউন্ডে এটি ছিল CSK-এর শেষ লিগ ম্যাচ। ম্যাচের পর ধোনি তাঁর নিজস্ব স্টাইলে সিএসকে ভক্তদের ধন্যবাদ জানান। সেই সময়ে ধোনি স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে নানা উপহার ছুঁড়ে দেন। সেই সময়ে মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি ধোনিকে মাঠে দেখতে পেয়ে তাঁর কাছে ছুঁটে যান।
সুনীল গাভাসকর ম্যাচের পর ধোনির অটোগ্রাফ নি♓তে দৌড়ে যান এবং গাভাসকর নিজের শার্টে ধোনিকে অটোগ্রাফ করতে বলেন। একটি 🏅মার্কার পেন দিয়ে নিজের জামায় ধোনির অটোগ্রাফ নেন গাভাসকর। কিন্তু তিনি তখন কেন এমনটা করলেন? তিনি তো ক্রিকেটের কিংবদন্তি! স্টার স্পোর্টসে এসে এই বিষয়ে উত্তর দিলেন সুনীল গাভাসকর। এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি এবং এই মুহূর্তের কথা বলতে গিয়ে সুনীল গাভাসকর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন… GT vs SRH: রিঙ্কুর কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করার ৩৬ দি🔥ন পরে ফের মাঠে নামলেন GT -র যশ ♚দয়াল
সুনীল গাভাসকর বলেছিলেন যে তিনি তাঁর শেষ মুহূর্তে দুটি জিনিস দেখতে চান, একটি কপিল দেব বিশ্বকাপ তুলে ধরার মুহূর্ত এবং অন্যটি হল ২০১১ বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ছয় মারার পরে মুহূর্ত। এই সাক্ষাৎকারে ধোনির প্রশংসা করেন সুনীল গাভাসকর। তিনি বলতে চান ধোনি꧑ হলেন খুব বড় ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের জন্য ধোনি অনেক কিছু করেছেন।
এই অটোগ্রাফ নিয়ে গাভাসকর বলেন, ‘আমি মাহির কাছে গিয়েছিলাম এবং তাঁকে আমার শার্টের অটোগ্রাফ দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম।’ এই ভিডিওতে, সুনীল গাভাসকর সকলকে সেই শার্টটিও দেখিয়েছেন যেটিতে তিনি ধোনির অটোগ্রাফ নিয়েছিলেন। এরপরে সুনীল গাভাসকর বলেন, ‘দেখুন যখন আমি জানলাম যে তিনি ও তাঁর দল এই মাঠে IPL 2023 -এর শেষ লিগ ম্য়াচ খেলছে এবং ম্যাচের পরে তিনি মাঠটি ঘুরবেন। এখন তারা যদি প্লে অফে ওঠে, তবে অবশ্যই সেখানে একটি ম্যাচ খেলতে পারে। তবে আমি যখন দেখলাম যে ধোনি স্টেডি♛য়ামে উপস্থিত ভক্তদের জন্য ঘুরছেন, আমি ভাবলাম আমার একটি শার্ট আছে, এবং আমি একই শার্ট পরেছিলাম, তাই আমি এটিতে অটোগ্রাফ নিতে পারি। তাই যারা আমাদের ক্যামেরার সঙ্গে ছিল, তাদের থেকে একটি মার্কার নিলাম। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তখন মাহিকে আমি অনুরোধ 𒊎করলাম আমাকে অটোগ্রাফ দিতে। এটা আমার জন্য খুবই আবেগের মুহূর্ত ছিল।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এরপরে সুনীল গাভাসকর আরও বলেন, ‘এই মানুষটা ভারতীয় ক্রিকেটের জন্য কি করেনি। তাই তার থেকে এই অটোগ্রাফ নেওয়াটা আমার কাছে খুব ভালো লাগার একটি মুহূর্ত।’ এরপ𒁃রে সুনীল গাভাসকর নিজের শেষ ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘আমি আমার শেষ সময়ে দুটি জিনিস দেখতে চাই। একটি কপিল দেব ১৯৮৩ সালে যেভাবে বিশ্বকাপ তুলে ধরেছিলেন এবং মহেন্দ্র সিং ধোনি ২০১১ বিশ্বকাপের ফাইনাল সিক্স মারার মুহূর্ত। ছক্কা মেরে তিনি যেভাবে ব্যাটটি ঘুরিয়েছিলেন, আমি সেই দৃশ্যটি আবার দেখতে চাইব। সেটা দেখে যদি আমি ইহোলোক ত্যাগ করি তাতে আমার কোনও দুঃখ থাকবে না।’ এই বলে আবেগে ভেসেযান সুনীল গাভাসকর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এ♛বার HT App বাংল🅘ায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।