নিজেদের ‘রহস্যময় স্পিনার’ বরুণ চক্রবর্তীকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবি তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। যে ছবিতে তামিলনাড়ু বোলারের উত্থানের লড়ꦗাই থেকে শুরু করে বিশ্বের কাছে ‘রহস্যময় স্পিনার’ হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। শুরুতে কেকেআর অ্যাকাডেমীতে লড়াই দিয়ে শ♔ুরু করেছিলেন, সেখান থেকে এখন দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ভবিষ্যতের ভারতীয় দলের তারকা এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই এখন বরুণকে দেখা হচ্ছে।
এই ছবির দু'টো সিဣরিজ রয়েছে। প্রথম সিরিজ মুক্তি পেয়েছে বুধবার। আর দ্বিতীয় সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই ছবি প্রমোট করার জন্য যে ভিডিও মুক্তি পেয়েছিল, তাতে বরুণ বলেছিলেন, ‘আমি যখন রাজ্যস্তরেও ক্রিকেটে সুযোগ পাচ্ছিলাম না, তখন খেলা ছেড়ে দিয়ে পাঁচ বছরের আর্কিটেকচারের কোর্স করি। যেটা সম্পূর্ণ আলাদা জগৎ ছিল। আমি আমার ডিজাইনের ভাবনার সঙ্গে ক্রিকটকেও মিশিয়ে দিতাম। আমার শেষ বছরের থিসিসের বিষয় ছিল ক্রিকেট স্টেডিয়ামের উপর। আমি আর্কিটেকচারের এই কোর্সটা শেষ করার পর দশ মাস কোনও কাজ করিনি। তখন আমি আবার ক্রিকেটে ফেরার কথা ভাবছিলাম। কিন্তু কোনও রকম যোগাযোগই♏ ছিল না। তবে খরচ চালানোর জন্য পরে আমাকে চাকরিও করতে হয়। এবং সপ্তাহের শেষে ক্রিকেট খেলাও চালিয়ে গিয়েছিলাম।’
কলকাতা টিমে বরুণের সতীর্থ দীনেশ কার্তিকও বলেছেন, ‘প্রথম দিন থেকে ওর প্রতি আমার বিশ্বাস ছিল। আমি জানতাম ও স্পেশ্যাল বোলা𓄧র।’ কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নাইয়ার আবার বলেছেন, ‘গত বছর ওর চোট হয়ে যায়। যে কারণে ও কোনও ধরনের ক্রিকেটই খেলতে পারে🔯নি। কিন্তু ওর প্রতি আমাদের বিশ্বাস ছিল। জানতাম কেকেআর অ্যাকাডেমীতে প্রশিক্ষণের পর ও ঠিক ঘুরে দাঁড়াবে। কারণ ও এর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।