ঠিক একই পরিস্থিতি থেকে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিতেয়েছে রবীন্দ্র জাদেজা। হাফ-সেঞ্চুরিকারী কলিন অ্যাকারম্যানের পক্ষে জাদেজা হয়ে ওঠা হল না ভাইটালিটি ব্লাস্টে। ফলে ডার﷽্বিশায়ারের বিরুদ্ধে জয়ের দোরগোড়💦ায় এসে থেমে যেতে হল লেস্টারশায়ারকে।
ঘরের মাঠে টস জিতে ডার্বিশায়ারকে শুরু♍তে ব্যাট করতে পাঠায় লেস্টারশায়ার। ওয়েন ম্যাডসেনের দুর্দান্ত শতরানে ভর করে ডার্বি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোꦡল।
ম্যাডসেন ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৬১ বলের মারকাটারি ইনিংসে তিনি ১২টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া টম উড ২৪ বলে ৩৭ রান করেন। তিনি ৭টি চার মারেন। ২টি চ꧒ার﷽ ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ব্রুক গেস্ট। খাতা খুলতে পারেননি লুইস রিস ও ক্যাপ্টেন লিউস ডু'প্লুই। ১ রান করে আউট হন অনূজ দাল।
লেস্টারের হয়ে রেহান আহমেদ ও কালাম পারকিনসন ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন কলিন অ্যাকারম্যান। নবীন উল হক 💖৪ ওভারে ৪২ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে তীরে এসে তরী ডোবে লেস্টারের। তারা ২০ ওভারে ৫ উইকেটের বনিময়ে ১৮৭ রানে আটকে যায়। মাত্র ২ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ডার্বিশ𝓡ায়ার।
শেষ ওভারে জয়ের জন্য লেস্টারের দরকার ছিল ১৪ রান। ক্রিজে ছিলেন ব্যক্তিগ♕ত হাফ-সেঞ্চুরি করা অ্য🌊াকারম্যান ও সেট হয়ে যাওয়া রেহান। তবে জর্জ স্ক্রিমশর ওভারে ১১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি তাঁরা। সুতরাং, জাদেজা শেষ ওভারে যে পরিস্থিতি থেকে চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করেন, তেমন পরিস্থিতি থেকে লেস্টারকে ম্যাচ জেতাতে পারলেন না অ্যাকারম্যানরা।
শেষমেশ কলিন অপরাজিত থাকেন ৩৮ বলে ৫৯ রান করে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। রেহান নট-আউট থাকেন ১৪ বলে ২৮ রান করে। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া নিক ওয়েলশ ৩০, ঋষি প্যাটেল ৪৪, উইয়ান মাল্ডার ১২, সোল বাডিঙ্গার ৪ ও অ্যারন লিলি ৩ রান করে🦋 আউট হন।
ডার্বিশায়ারের হয়ে জ্যাক চ্যাপেল ২টি উইকে𒁏ট ন📖েন। ১টি করে উইকেট দখল করেন মার্ক ওয়াট, জর্জ স্ক্রিমশ ও লুইস রিস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।