শেষ হল ইরানি কাপের তৃতীয় দিনের খেলা। ১৮ ওভারের শেষে অবশিষ্ট ভারতের স্কোর ৮৫/১ রান। মায়াঙ্ক দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন। শূন্য রানে আউট হলেন ROI অধিনায়ক। এরপরে ফের ইনিংসের হাল ধরেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল। অভিমন্যু ৫১ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন, ৫৩ বলে ৫৮ করে খেলছেন যশস্বী। এই মুহূর্তে ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত ৪৮৪/১০ রান তোলে, জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে তোলে ২৯৪/১০ রান। দ্বিতীয় ইনিংসে এখনও ৮৫/১ রান করে খেলছে।
𒆙প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত ৪৮৪/১০ রান তোলে, জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে তোলে ২৯৪/১০ রান। দ্বিতীয় ইনিংসে এখনও ৮৫/১ রান করে খেলছে। এই মুহূর্তে ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
03 Mar 2023, 05:07 PM IST
শেষ তৃতীয় দিনের খেলা
꧑১৮ ওভারের শেষে অবশিষ্ট ভারতের স্কোর ৮৫/১ রান। মায়াঙ্ক দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন। শূন্য রানে আউট হলেন ROI অধিনায়ক। এরপরে ফের ইনিংসের হাল ধরেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল। অভিমন্যু ৫১ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন, ৫৩ বলে ৫৮ করে খেলছেন যশস্বী। এই মুহূর্তে ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
🤪শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক। ১ রানে নিজেদের প্রথন উইকেট হারাল অবশিষ্ট ভারত। অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল ক্রিজে রয়েছেন।
03 Mar 2023, 03:46 PM IST
১৯০ রানের লিড পেল অবশিষ্ট ভারত
꧋আবেশ খান আউট হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ অলআউট হয়ে গেল। ২৯৪ রানে শেষ হয়ে মধ্যপ্রদেশের ইনিংস। ১৯০ রানের লিড পায় অবশিষ্ট ভারত।
⛎পুলকিত নারাং-ই ফেরান আবেশকেও। পুলকিতের বলে যশস্বী ভূপেন্দ্রর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আবেশ। এই নিয়ে চার মোট চার উইকেট নিল পুলকিত। ৩ উইকেট নিয়েছেন নভদীপ, ২ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ১ উইকেট নেন সৌরভ কুমার।
03 Mar 2023, 03:37 PM IST
কুমার কার্তিকেয় আউট
🐟ফলোআন বাঁচালেও, তিনশো রানের আগেই ৯ উইকেট হারিয়ে বসল মধ্যপ্রদেশ। সৌরভ কুমারের বলে ৯ করে (১৫ বলে) বোল্ড হন তিনি। চাপ বাড়ছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।
03 Mar 2023, 03:35 PM IST
সারাংশ আউট
🔴সারাংশ জৈন আউট হলেন ৬৬ রান (১৫০) করে। পুলকিং নারাং-ই ফেরান সারাংশকে। ক্যাচ ধরেন নভদীপ সাইনি। ১০৫ ওভার শেষে ৮ উইকেটে ২৬৬ রান মধ্যপ্রদেশের।
03 Mar 2023, 02:48 PM IST
সপ্তম উইকেট হারাল মধ্যপ্রদেশ
🎐মধ্যপ্রদেশ সাত নম্বর উইকেট হারিয়ে বসল। ১০৩তম ওভারের শেষ বলে তিনি সাজঘরে ফেরেন। পুলকিত নারাং-এর বলে ৭ রান (২৩ বলে) করে উপেন্দ্র যাদবকে ক্যাচ দেন অনুভব। ১০৩ ওভার শেষে ৭ উইকেটে ২৬১ রান মধ্যপ্রদেশের। ৬৫ করে ক্রিজে রয়েছেন সারাংশ জৈন।
03 Mar 2023, 02:08 PM IST
পঞ্চাশ করলেন সারাংশ জৈন
🎐১২১ বলে ৫৩ রান করে ক্রিজে রয়েছেন সারাংশ জৈন। ৯৪ ওভার শেষে মধ্যপ্রদেশের স্কোর ২৩৬/৫ রান। ২৪৯ বলে ১০৭ করেছেন যশ দুবে।
03 Mar 2023, 01:44 PM IST
যশ দুবের শতরান
🎶২৪৭ বলে ১০২ রান করে ক্রিজে রয়েছেন মধ্যপ্রদেশের যশ দুবে। ৯২ ওভার শেষে মধ্যপ্রদেশের স্কোর ২২০/৫ রান। ১১১ বলে ৪২ রান করে খেলছেন সারাংশ জৈন।
03 Mar 2023, 01:16 PM IST
শুরু লাঞ্চের পরের খেলা, ২০০ টপকাল MP
💃এখনও ২৮৪ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। ৮৬ ওভারের শেষ MP তুলল ২০০ রান। শতরানের পথে যশ দুবে।
03 Mar 2023, 12:06 PM IST
লাঞ্চের বিরতি
🐽ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে মধ্যপ্রদেশ খেলল ৩৩ ওভার। তারা স্কোর বোর্ডে তুলেছে ৩৩/২ রান। এই মুহূর্তে লাঞ্চের বিরতি চলছে মধ্যপ্রদেশের সংগ্রহ ১৭৫/৫ রান। যশ দুবে ২০২ বলে ৮৩ রান করে খেলছেন এবং সারাংশ জৈন ৫৪ বলে ১৩ রান করে ক্রিজে রয়েছেন।
03 Mar 2023, 11:04 AM IST
পঞ্চম উইকেটের পতন
🅺উইকেট পেলেন মুকেশ কুমার। আমান সোলাঙ্কি ২২ বলে ৭ রান করে সাজঘরে ফিরলেন। মুকেশ কুমারের বলে ইন্দ্রজিতের হাতে ক্যাচ দিয়ে বসলেন সোলাঙ্কি। মধ্যপ্রদেশের স্কোর ৫৭.৫ ওভারে ১৪৫/৫ রান।
03 Mar 2023, 10:27 AM IST
আউট হর্ষ
⛄নভদীপ সাইনির বলে বোল্ড হলেন হর্ষ গাওলি। ১৪৯ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৫১.১ ওভারে মধ্যপ্রদেশের স্কোর ১২৯/৪ রান।
03 Mar 2023, 10:05 AM IST
হর্ষের পঞ্চাশ
🐼যেখানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন সেখান থেকেই যেন তৃতীয় দিনের খেলা শুরু করল মধ্যপ্রদেশ। দিনের শুরুতে নিজের অর্ধশতরান করে নিলেন হর্ষ গাওলি।
03 Mar 2023, 09:26 AM IST
HT বাংলার লাইভে স্বাগত
ꩵতৃতীয় দিন শুরুর আগে একবার দেখে নেওয়া যাক দ্বিতীয় দিনের স্কোর। ৪৩ ওভারে শেষে মধ্যপ্রদেশ তুলল ১১২/৩ রান। ৩৭২ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। হর্ষ গাওলি ১২৫ বলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন, যশ দুবে ১১০ বলে ৫৩ রান করে ক্রিজে রয়েছেন। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল মধ্যপ্রদেশ, সেখান থেকে দলকে সামলেছেন হর্ষ ও যশ।