আইপিএলে প্রথমবার হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখেছিল বিশ্বক্রিকেট। প্রথম সুযোগেই গুজরাট টাইটানসকে খেতাব জিতিয়ে বাজিমাত করেছেন তারকা অলরাউন্ডার। এবার চ্যালেঞ্জটা ভারতীয় অধিনায়ক হিসা🥀বে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের দায়িত্ব সামলাবেন হার্দিক।
একাধিক সিনিয়র ক্রিকেটার ইংল্যান্ডে টেস্ট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তাদের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন হার্দিক। স্বাভাবিকভাবেই সব সিনিয়ররা ফিরলে আর নেতৃত্বে থাকবেন না হার্দ🍬িক। তাই এই সিরিজে কি নিজেকে প্রমাণ করার জন্য বাড়তি চাগাড় নিয়ে মাঠে নামবেন তিনি? সাংবাদিক সম্মেলনে হার্দিককে এই প্রশ্ন করা হলে কিন্তু তাঁর জবাব একেবারে সহজ ও ꦡস্পষ্ট।
আরও পড়ুন- India vs ♒Ireland T20Is: দলে ঢুকবেন সম্ভবত সূর্য এবং সঞ্জু, কী হব♐ে ভারতের প্রথম একাদশ?
তিনি বলেন, ‘আমি এখানে কাউকে কিছু দেখাতে আসিনি। আমি ভারতীয় দল𝓰কে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পেয়েছি, যেটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। আমি এই খেলাটা অন্য়দের কিছু প্রমাণ করার জন্য তো খেলি না। আমি যথেষ্ট দক্ষ। ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে না হয়। আমি বর্তমানে এই সিরিজে ফোকাস করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই। আমি বরাবরই দায়িত্ব নিতে পছন্দ করি। দায়িত্ব পেলে আমি 🥀বেশি ভাল খেলি বলেই আমার মনে হয়। এভাবেই আমার উন্নতি হয়েছে।’
আরও পড়ুন- আইরিশদের বিরুদ্ধে অভিষেক ঘটবে উমরানের? হার্দিকের ক✃থায় কিন্তু ইঙ্গিত স্পষ্ট
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, একাধিক তারকা অধিনায়কের অধীনে খেলেছেন হার্দিক। এই তারকাদের থেকে অনেক কিছু শিখলেও, তিনি কিন্তু নিজের মতো করেই দলকে নেতৃত্ব দিতে চান। ‘আমি ওদের থেকে অনেক কিছুই শিখেছি। তবে দিনের শেষে আমি নিজের মতো করে গোটা বিষয়টা সামলাতে চাই। আমার এই খেলার প্রতি ধারণাটা একুট ভিন্ন। 𒐪আমি পরিস্থিতি বিচার করে বেশিরভাগ সিদ্ধান্ত নಌিই। মন যা বলছে সেটা করলে সফল হওয়ার সম্ভবনা ৫০-৫০ থাকে, তাই পরিস্থিতি অনুযায়ী দলের কী প্রয়োজন সেইভাবেই আমি বরাবর সিদ্ধান্ত নিই।’ জানান হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।