ক্রিকেট বন্ধ। বন্ধ আইপিএলও। তাতে ক্রিকেটারদের রোজগারে টান পড়েছে, এমনটা বলা যথাযথ হবে না। তবে ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকা বাকিরা রয়েছেন সমস্যায়। বিশেষ করে কর😼োনা মহামারির জন্য দীর্ঘ লকডাউনে স্বাভাবিক রুজি রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানোই দায় হয়ে পড়েছে আর ভাস্❀করনের মতো মানুষদের।
গত ২৭ বছর ধরে চিপক স্টেডিয়ামের ঠিক পাশেই তাঁকে দেখা যায়। পেশায় মুচি। স্টেডিয়ামের পাশেই ছোট্ট একটা জায়গায় সরঞ্জাম নিয়ে বসেন। উঠতি ক্রিকেটার থেকে ধোনিদের মতো মহাতারকা, প্💦রয়োজনে সবারই টুকিটাকি ক꧋াজ করে দেন তিনি। কাজ বলতে, জুতো সেলাই থেকে প্যাড, গ্লাভস, হেলমেটের ক্ষত সারাই এই সব।
ভারতীয় দল চেন্নাইয়ে খেলতে গেলে টিম ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত মুচি হিসেবে কাজ করেন ভাস্করন। গত ১২ বছর ধরে 🦋তিনি এই কাজে চেন্নাই সুপার কিংসไের দায়িত্ব পালন করে আসছেন।
সাধারণ দিনে কাজ করে ৫০০ টাকা মতো রোজগার হয় ভাস্করনের। খেলার দিনগুলিতে ম্যাচপিছু হাজার টাকা বরাদ্দ💦 থাকে তাঁর জন্য। প্রতিটা আইপিএল মরশুমে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওয়া টাকা ছাড়াও ক্রিকেটাররাও মাঝে মধ্যেই অর্থ দিয়ে থাকেন ভাস্করনকে। সব মিলিয়ে এক মরশুমে ২৫ হাজার টাকার মতো রোজগার হয়ে যায় তাঁর।
এবার ক্রিকেটও বন্ধ। আইপিএল হয়নি। লকডাউনে নিজের পসরা সাজিয়ে বসার উপায়ও ছিল না। প্রবল আর্থিক অনটনে থাকা ভাস্করনের খবর সংবাদমাধ্যমে চোখে পড়া মাဣত্রই ইরফান পাঠান উদ্যোগ নেন তাঁর পাশে দাঁড়ানোর। সিএসকের অফিসিয়াল কবলারের ফোন নম্বর জোগাড় করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন পাঠান। পাঠিয়ে দেন ২৫ হাজার টাকা, যা আইপিএলের এক মরশুম থেকে তাঁর রোজগারের সমান।
ইরফানের এমন উদ্যোগকে সাধুবাদ জানান নাইট অ🅺ধিনায়ক দীনেশ কার্তিক। আপ্লুত নেটিজেনরাও পাঠানকে ক🅺ুর্নিশ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।