শনিবার গোয়ার ফাতোরদাতে ৩৮১তম ডার্বিতে মুখোমুখি হয়েছি🌃ল কলকাতার দুই জায়ান্ট। আইসএল ইতিহাসে প্রথমবার এটিকে মোহনবাগানকে হারিয়ে এসসি ইস্টবেঙ্গলের কাছে নতুন ইতিহাস গড়ার সুযোগ তো ছিলই। সুযোগ ছিল লিগ তালিকার শেষ স্থান থেকে উঠে আসারও।
ইতিহাস তো তৈরি হল, তবে সেটা লাল হলুদ তৈরি করল না। দ্বিতীয়ার্ধে সিডোয়েল কর্ণার থেকে ৫৮ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলে স্বপ্ন দেখা শুরু করে লাল হলুদ সমর্থকরা। তবে তাদে🅘র এই উচ্ছ্বাস দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের অতি পরিচিত এক নাম মাঠে নামে, তবে মোহনবাগানের জার্সি গায়ে।💮 ইস্টবেঙ্গল কিংবদন্তি জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি ৬৪ মিনিটে সবুজ মেরুনকে সমতায় ফেরান।
৯০ মিনিটে ম্যাট যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই হৃদয়ভঙ্গ হয় লাল হলুꦓদের। ইনজুরি টাইমে দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন নাসিরি। তার জেরে ফের ডার্বি শেষে খালি হাতেই মাঠ ছাড়লেন মহম্মদ রফিকরা। চবে ম্যাচ জিতে এক লাফে আট নম্বর স্থান থেকে প্রথম চারে ঢুকে পড়ল সবুজ মেরুন। শীর্ষে থাকা হায়দারাবাদের থেকে দুই ম্যাচ কম খেলে চার পয়েন্টে পিছিয়ে ফেরান্দোর দল। সেই 🐻ম্যাচগুলি জিতলে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে মোহনবাগানের।
আইএসএল ২০২১-২২'এর আপডেটেড পয়েন্ট টেবিল:-
১. হায়দরাবাদ এফসি: ম্যাচ-১৩, জয়-৬, ড্র-৫, হার-১, পয়েন্ট▨-২৩, গোল পার্থক্য: +১৫
২. জামশেদপুর এফসি: ম্যাচღ-১২, জয়-৬, ড্র-৪, হার-২, পয়েন্ট-২২, গোল পার্থক্য: +৭
৩. কেরালা ব্লাস🎀্টার্স এফসি: ম্যাচ-১১, জয়-৫, 🍃ড্র-৫, হার-১, পয়েন্ট-২০, গোল পার্থক্য: +৮
৪. এটিকে মোহনবাগান: ম্যাচ-১১, জয়-৫, ড্র-৪, 🅷হার-২, পয়েন্ট-১৯, গোল প💞ার্থক্য: +৪
৫. মুম্বই সিটি এফসি: ম্যাচ-১২, জয়-৫, ড্র-৩, হার-৪, প🍎য়েন্ট-১৮, গোল পার্থক্য: +
৬. চ▨েন্নাইয়িন এফস🐈ি: ম্যাচ-১৩, জয়-৫, ড্র-৩, হার-৫, পয়েন্ট-১৮, গোল পার্থক্য: -৫
৭. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-১৩👍, জয়-৪, ড্র-৫, হার-৪, পয়েন্ট-১৭, গোল পার্থক্য: +৪
৮. ওড়িশা🦋 এফসি: ম্যাচ-১৪, জয়-৫🦩, ড্র-২, হার-৬, পয়েন্ট-১৭, গোল পার্থক্য: -৫
৯. এফসি গোয়া:𓆏 ম্যাচ-১৪, জয়-৩, ড্র-৫, হার-৬, পয়েন্ট-১🐎৪, গোল পার্থক্য: -৬
১০. নর্থ-ইস্ট ইউনাইটেড: ম্যাচ-১৪, জয়-২, ড্র-৪, হার-৮♛, পয়েন্ট-১০, গোল পার্থক্য: -১০
১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-১৪, জয়-১, ড্র-৬, ꦗ🍷হার-৭, পয়েন্ট-৯, গোল পার্থক্য: -১৪
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।