শুভব্রত মুখার্জি: ২০০৬ সাল থেকে টানা পাঁচবার কমনওয়েলথ গেমসে ভারতে♏র প্রতিনিধিত্ব করেছেন ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। তবে এবারেই প্রথমবার তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। বার্মিংহামে পদকশূন্য অবস্থায় শেষ করার পরে ৩৯ বছর বয়সি অ্যাথলিট সীমা পুনিয়া জানিয়ে দিয়েছেন এটাই 🔜তার শেষ কমনওয়েলথ গেমস। তবে এক্ষুণি তিনি অবসর নিচ্ছেন না।
মঙ্👍গলবার রাতে বার্মিংহামে পঞ্চম স্ཧথানে শেষ করেন সীমা। ফলে এবার কমনওয়েলথ গেমসে তার ঝ🌞ুলি একেবারে ফাঁকা। ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গে𝔍মসের মধ্যে দিয়ে তার পদক জয়ের যাত্রা শুরু হয়েছিল। সেবার রুপো পেয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে তার সেরা থ্রো ছিল মাত্র ৫৫.৯২ মিটার। তার দ্বিতীয় প্রয়াসে এটি ছোঁড়েন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।