শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটে বেশ কিছু বিশ্বমানের স্পিনার ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেছেন। বিষেন সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং হরভজন সিংরা বিভিন্ন সময়ে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় প্রথম ২০তে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। ২০১২ সাল থেকে দেশের মাটিতে এই স্পিনারদের কারণেই ভারত টেস্টে অপ্রতিরোধ্য। এমন আবহে হঠাৎ করেই ভারতের দুই তারকা স্পিনারকে আক্রমণ করে বসলেন পাকিস্তানের প্রা𝔍ক্তন তারকা ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহালকে অতি জঘন্য স্পিনার বলে আখ্যা দিলেন আব্দুর রহমান।
আরও পড়ুন… অপারেশ🏅ন হবে বুমরাহর, IPL 2023-র আগে বড় ধাক্কা খেল MI
ইউটিউবের চ্যানেল নাদির আলি পডকাস্টে ভারতীয় স্পিনারদের নিয়ে বলতে গিয়ে এমন আক্রমণাত্মক কথা বার্তা দিয়েছেন আব্দুর রহমান। প্রথম দিকে ভারতীয় স্পিনারদের নিয়ে করা প্রশ্নকে আব্দুর রহমান এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি জানিয়েছেন, ‘নিজের দেশের হয়ে কোন স্পিনার খেলছেন মানেই তিনি ভালো স্পিনার।’ আব্দুর রহমানের মতে কেরিয়ারের প্রথম দিকে জাদেজা অতি জঘন্য স্পিনার ছিল। পরবর্তীতে বিশ্বমানের স্পিনার হয়েছে ও ধোনির (মহেন্দ্র꧃ সিং ধোনি) অভিভাবকত্বে। পরবর্তীতে তিনি যুজবেন্দ্র চাহালেরও তীব্র নিন্দা করেন। এরপর চাহালকে জঘন্য বোলার বলেও আখ্যা করেন তিনি। তাঁর মতে চাহালের বিরুদ্ধে যে কোন ব্যাটার খুব সহজেই রান করে বেরিয়ে যাবে।
আরও পড়ুন… সেরাটাও য♓থেষ্ট নয়-ম্যাচ জেতানোর পর বিনয়ের অবতার কেন উইলিয়ামসন
আব্দুল রহমানের মতে, ‘জাদেজা যখন প্রথম প্রথম এসেছিল তখন অত্যন্ত খারাপ বোলার ছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওর খুব উন্নতি হয়েছে। ও বিশ্বমানের স্পিনার হয়ে উঠেছিল। চাহাল তো অতি জঘন্য স্পিনার। ওꦓঁকে খুব সহজেই ব্যাটাররা মারতে পারেন। ওঁর বলে তো একেবারেই জোর নেই। বল স্পিনও করাতে পারেনা সেইভাবে। ও একেবারেই লম্বা রেসের ঘোড়া নয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HꦕT App থেকেও। এবার HT A♏pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।