অতীতে পয়েন্টে ফি🧸ল্ডিং করার সময় জন্টি রোডস, রিকি পন্টিং, গিবস, যুবরাজরা দুর্দান্ত সব ক্যাচ ধরেছেন। সাম্প্রতিক সময়ে পয়েন্টে ফিল্ডিং করার জন্য বিশেষজ্ঞ হিসেবে কাউকে তেমন একটা চিহ্নিত করা যায় না। তবে সময়ে সময়ে বেশ কয়েকজন ফিল্ডারকে অনবদ্য সব ক্যাচ ধরতে দেখা গিয়েছে বিশেষ এই ফিল্ডিং পজিশনে। রবিবার এসএ-২০'র আসরে জিমি নিশামকে তেমনই একটি অস♓াধারণ ক্যাচ ধরতে দেখা যায়, যা জন্টি-পন্টিংদের স্মৃতি ফিরিয়ে আনে।
রবিবার সেঞ্চুরিয়নে ডারবানস সুপার জায়ান্টসের মুখেমুখি হয় প্রিটোরিয়া ক্যাপিটালস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার জায়ান্টস। প্রথম ইনಌিংসের ১৪তম ওভারে অনবদ্য ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন নিশাম।
১৩.৬ ওভারে জোশ লিটলের বলে অফ-সাইডে ড্রাইভ শট খেলার চেষ্টা করেন মাল্ডার। বল মাঝব🌠্যাটে কানেক্ট হয়নি। হাওয়ায় ভেসে যায় পয়েন্ট অঞ্চলে, যেখানে ফিল্ডিং করছিলেন নিশাম। যদিও বল সরাসরি নিশামের হাতে গিয়ে পৌঁছয়নি। জিমি ডানদিকে শরীর ছুঁড়ে দেন। শূন্যে ভেসে থাকা অবস্♍থাতেই এক হাতে ক্যাচ ধরেন। ফলে মাল্ডারকে ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয়।
আরও পড়ুন:- ‘পাকিস্তানে খেলতে না এল𝕴ে না আসবে, জাহান্নাম🐈ে যাক ভারত’, বিষ উগরে দিলেন মিয়াঁদাদ
ম্যাচে অবশ্য নিশামের দল প্রিটোরিয়া ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারতে হয়। ডারবানস সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন এনরিখ ক্লাসেন। এছাড়া কুইন্টন ডি'কক ২০ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৪ বলে ৪১ রান করেন বেন ম্💛যাকডারমট। ম্যাথিউ ব্রিৎজকে ২১ বলে ৪৬ রান করে নট-আউট থাকেন।
ক্যাপিটালসের মিগায়ে🐈ল🅠 প্রিটোরিয়াস ৬২ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। ১টি করে উইকেট নেন জিমি নিশাম ও জোশ লিটল।
জবাবে ব্যাট করতে নেমে ক্যাপিটালস ১৩.৫ ওভারে মাত্রে ১০৩ রানে অল-আউট হয়ে যায়। ১৫১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে সুপার জায়ান্টস। রানের ব্যবধানের নিরিখে টুর্নামেন্টে এটিই সব থেকে বড় জয়ের রেকর্ড। ইথান বশ ২৩, রিলি রসউ ১৮, থিউনিস ডি'ব্রুইন ১৬ ও কুশল মেন্ডিস ১০ রান করেন। নিশাম ৮ রান করে আউট হন। সুপার জায়ান্টসের জুনিয়র দালা 𝓰৩৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন ডোয়েন প্রিটোরিয়াস ও উইয়ান মাল্ডার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।