পাকিস্তানে কখনও হিন্দুদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে? কিন্তু ভারতে মুসলিমদের সঙ্গে যে আচরণ করা হয়, তাতে পাকিস্তানের কষ্ট হবে না? এমনই প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা না হলেও প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে দেননি ভারতীয় নেটিজেনরা। তাঁকে তুমুল আক্রমণ শানিয়েছে♈ন।
সম্প্রতি পাকিস্তানের নাদির আলি পডকাস্টে মিঁয়াদাদ বলেন, ‘(ভারতীয়দের থেকে জানতে চাই) কখনও আপনি শুনেছেন যে হিন্দুদের সঙ্গে আমরা কিছু (খারাপ ব্যবহার) করছি? কিন্তু ওখানে (ভারত) যখন আমাদের মুসলিম ভাইদের সঙ্গে যে আচরণ করা হয়, তাতে আমাদের কষ্ট হবে না? এটা স্বাভাবিক। ভারতীয়দের বলতে চাই, এটা স্বাভাবিক। আপনারা ভাববেন না যে আমরা আপনাদের বিরোধিতা করছি। আপনাদের বিরোধিতা করছি না। কিন্তু এই বিষয়টি তো আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। 🥂আমাদের ভাইদের সঙ্গে ওরকম কাজ করলে আমাদের সমস্যা তো হবেই। ওঁরা এই জিনিসটা বুঝতে পারছেন না।ꦍ’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'এর আগে যাঁরা (ভারতের) প্রধানমন্ত্রী ছিলেন, (তাঁরা আসতেন)। বাজপেয়ী আসতেন। (পাকিস্তানের প্রধানমন൩্ত্রী ভারতে) যেতেন। আসা-যাওয়া লেগে থাকত। প্রতিবেশীদের সবসময় হাতে হাত মিলিয়ে থাকা উচিত। তাতে উভয়পক্ষেরই মঙ্গল হবে। আপনি ভালো প্রধানমন্ত্রী, সব হল। আপনি আপনার দেশবাসীকে হতাশ করবেন না।'
মিঁয়াদাদ দাবি করেন, পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে চায় ভারতীয় দল। কিন্তু সরকারের কারণে সেটা হচ্ছে না। ওই পডকাস্টে তিনি বলেন, বেচারারা এখানে আসতে চায়। কিন্তু আপনি আসতে দিচ্ছেন না। যখন এখানে আমাদের দু'দেশের ম্যাচ হয়েছিল, তখন হাসিমুখে ফিরেছিল (ভারতীয় দল)। আমাদের লোকেরা নিজেদের বাড়িতে রেখেছিল। আজও ওরা তা স্বীকার করে নেয়। আমাদের কোনও সমস্যা নে♍ই। ইংল্যান্ড-সহ দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমার অনেক ভালো ভারতীয় বন্ধু আছে। কখনও কোনও সমস্যা হয়নি।'
যদিও সেই মন্তব্যের প্রেক্ষিতে মিঁয়াদাদকে ছেড়ে কথা বলেননি ভারতীয় নেটিজেনরা। এক ভারতীয় নেটিজেন বলেন, ‘এজন্যই বলা যায় যে অজ্ঞানতা একটা সুখকর জিনিস।’ অপর একজন বলেন, 'না, আপনারা হিন্দুদের সঙ্গে বাজে আচরণ করেন না। আপনারা ওদের স্রেফ উড়িয়ে দেন।' একইসুরে এক ভারতীয় নেটিজেন বলেন🦂, 'আমরা কীভাবে মুসলিমদের ব্যবহার করি, সেটা নিয়ে কথা বলতে আসবেন না। ൲প্রথমত, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই মুসলিমদের সঙ্গে কোনও বিশেষভাবে ব্যবহার করতে হয় না। ওঁরা আমাদের একজনই।' সেইসঙ্গে অনেকে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর আক্রমণের ভিডিয়োও শেয়ার করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।