মহম্মদ আজহারউদ্দিনকে কখনও খালি হাতে ফেরায়নি ইডেন গার্ডেন্স। কলকাতায় ব্যাট হাতে বরাবর সফল আজহার। রথী-মহারথী বোলাররা ইডেনে সহজে থামাতে পারেননি তাঁকে। একারণেই ইডেন প্রাক্তন ভারত অধিনায়কের সবথেকে প্রিয় মাঠ। সেই পয়া ইডেনেই কিনা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন ভারতের🦋 হয়ে ৯৯টি টেস্ট খেলা তারকা!
আসলে শুক্রবার বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন বোর্ড সচিব জয় শাহ। ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাগে আনতে না পারলেও আজহারের মহামূল্যবান উইকেট তুলে নেন বিসিসিআই সচিব। ৬ বলে মাত্র ২ রান করে জয় শাহর বলে এল🍸বিডব্ল🌠িউ হন আজহার। ইডেনে বিসিসিআইয়ের এজিএম ফেস্টিভ্যাল ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে ১ রানের উত্তেজক জয় তুলে নেয় জয় শাহর বোর্ড সবিচ একাদশ দল।
টস জিতে প্রথমে ব্যাট করে বোর্ড সচিব একাদশ ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৮ রান তোলে। জয়দেব শাহ ඣদলের হয়ে ২৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। অরুণ ধুমল ৫টি ব💜াউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৬ রান করেন।
এছাড়া প্রণব আমিন ৮, জয় শাহ ১০, মিঠুন মানহাস ১২ ও এম মজুমদাꦆর ২ রান করেন। সৌরভ ৩ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। আজহাꦺরউদ্দিন ২ ওভারে ৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে বোর্ড সভাপতি একাদশ ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রানে আটকে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০ বলে ৩৫ রান করে অ💜বসৃত হন। তিনি ৪টি চার ও ২ট🐼ি ছক্কা মারেন। অভিষেক ডালমিয়া ১৩, বিজয় পাতিল ২১, দেবজিৎ সাইকিয়া ১৫ রান করেন। সঞ্জয় ভার্মার ৮ ও রিয়াজ রাজাক ৫ রানে অপরাজিত থাকেন। জয় শাহ একাই ৭ ওভার বল করে ৫৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।