এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে দ্যা হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্ট। অর্থাৎ ১০০ বলের টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টেই ঘটল বিতর্কিত ঘটনা। যা নিয়ে নেট পাড়া এখন সরগরম। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গত সোমবার মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার অরিজিনালস এবং বার্মিংহ্যাম ফিনিক্স। আর সেই ম্যাচেই ঘটে বিতর্কিত ঘটনাটি। ঘটনার সূত্রপাত একটি রানআউটকে ঘিরে। ম্যাচের ৬৭ বলের মাথায় রান আউট হন ম্যাঞ্চেস্টার অরিজিনালসের অধিনায়ক জস বাটলার। মইন আলির থ্রোতে আউট হয়ে যান বাটলার। তবে রি꧟প্লেতে দেখা যায়, তিনি ক্রিজে প্রবেশ করলেও তাঁর ব্যাট হাওয়ায় ভেসে ছিল। ফলে আউট দেন তৃতীয় আম্পায়ার।
যদিও ক্রিকেটের নিয়ম অনুযায়ী সেটি আউট। কারণ তিনি ক্রিজে প্রবেশ করেছেন ঠিক কথা। তাঁর ব্যাট হাওয়ায় ছিল এবং শরিরটাও ক্র🌃িজের বাইরে ছিল। ফলে সেটি আউট হিসাবেই গন্য করা হবে। ফলে তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিলেও নেটপাড়া অন্য কথা বলছে। অনেকেই তৃতীয় আম্পায়ারের বিরুদ্ধে কথা বলেছেন। যদিও সেই সংখ্যাটা খুবই কম। তবে এই ঘটনা শুধুমাত্র নেট মাধ্যমেই বিতর্কের সৃষ্টি করেছে।
তবে সেই ম্যাচে অর্ধশতরানের দোরগোড়ায় ছিলেন ম্যাঞ্চেস্টার অধিনায়ক জস বাটলার। ৪৩ রানে ব্যাট করছিলেন তিনি। ঠিক তখনই রান নিতে গিয়ে মইন আলির থ্রোতে আউট হয়ে যান বাটলার। মইল থ্রো করলে তা সরাসরি উইকেটে গিয়ে লাগে। ডাইভ দিলে বাটলার⛦ ক্রিজে তাঁর ব্যাট পৌঁছে গেলেও সেখানে দেখা যায় একটু ব্যাট উপরে উঠে রয়েছে। স্বাভাবিক ভাবেই তা আউট হয়। তৃতীয় আম্পায়ার আউট দেন। ৩৩ বলে ৪৩ রান করে ফিরে যান তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ৪টি বাউন্ডারির সৌজন্যে। ১০০ বলে ম্যাঞ্চেস্টার ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। বাটলার ছাড়াও ভালো ব্যাটিং করেন উসামা মির। ১৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে।
জবাবে ব্যাট করতে নেমে বার্মিংহ্যাম ফিনিক্স ৯৮ বলে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ রান করেন। তিন♍ি ২৫ বলে ২৭ রান𝓀 করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তবে এই ম্যাচে ম্যাঞ্চেস্টারের হয়ে তিনটি উইকেট নেন টম হার্টলি। দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড, জশ লিটল, উসমা মির। ম্য়াচের সেরাও হয়েছেন উসমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।