ব্যাট হাতে ধারাবাহিকত🔜া বজায় রাখলেন পৃথ্বী শ। তবে রান পেলেন না গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করা দুই তারকা যশস্বী জসওয়াল ও অজিঙ্কা রাহানে। যদিও রাহুল ত্রিপাঠী, শামস মুলানি, তনুষ কোটিয়ানদের সম্মিলিত প্রতিরোধে লড়াইয়ের রসদ জোগাড় করে নেয় পশ্চিমাঞ্চল।
উত্তর-পূর্বাঞ্চলকে টেক্কা দিয়ে চলতি দলীপ ট্রফিরཧ সেমিফাইনালে ওঠা পশ্চিমাঞ্চল শেষ চারে মুখোমুখি হয় করণ শর্মার নেতৃত্বাধীন মধ্যাঞ্চলের। কোয়েম্বাটোরে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পশ্চিমাঞ্চল। নিয়মিত অন্তরে উইকেট হারাত🏅ে থাকা রাহানের দল প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান সংগ্রহ করে।
পৃথ্বী শ ১০টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৬৯ রানের আগ্রাসী ইনংস খেলে আউট হন। উল্লেখ্য, পৃথ্বী আগের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করে আউট হয়েছিলেন। যশস্বী ও রাহানে দু'꧋জনেই গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তবে এই ম্যাচে জসওয়াল খাতাই খুলতে পারেননি। অজিঙ্কা আউট হন ২৬ বলে ৮ রান করে।
রাহুল ত্রিপাঠী চার নম্বরে ব্যাট করতে নেমে চোয়ꦉালচাপা লড়াই চালান। তিনি দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬৪ রানে। ১৩৭ বলের ইনিংসে ত্রিপাঠী ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া আরমান জাফর ২৩, হেত প্যাটেল ২, শামস মুলানি ৪১, অতীত শেঠ ৩, তনুষ কোটিয়ান ৩৬ ও জয়দেব উ🃏নাদকাট ১ রান করে আউট হন। ১৪ বলে ৫ রান করে নট-আউট থাকেন চিন্তন গাজা।
মধ্যাঞ্চলের হয়ে প্রথম দিনেই বল হাতে ছড়ি ঘোরান কুমার কার্তিকেয়া,ꦛ যিনি গত রঞ্জি ট্রফিতে ৩২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের🔴 দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। মধ্যপ্রদেশের এই বাঁ-হাতি স্পিনার এই ম্যাচে ৬৬ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, অনিকেত চৌধরী, গৌরব যাদব ও করণ শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।