উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগ বনাম গৌতম গম্ভীরের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।🎃 গম্ভীর প্রথম ম্যাচে মাঠে না নামায় সেই দ্বৈরথ দেখা যায়নি। তবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে দেখা গেল হরভজন সিং ও ইরফ🌜ান পাঠানের সম্মুখসমর। যদিও ম্যাচে ব্যাট-বলের টক্করের কথা বিবেচনা করলে ভাজ্জি বনাম ইউসুফ পাঠানের উপভোগ্য লড়াইয়ের সাক্ষী থাকল লখনউ।
রবিবার লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর দ্বিতীয় ম্যাচে হরভজন সিংয়ের মনিপাল টাইগ▨ার্সের বিরুদ্ধে লড়াইয়ে নামে ইরফান পাঠ✤ানের নেতৃত্বাধীন ভিলওয়ারা কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মনিপাল। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তোলে।
মহম্মদ কাইফ ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৫৯ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। এছাড়া প্রদীপ সাহু ৩০, শিবকান্ত শুক্লা ১৬ ও তাইবু ১৭ রান করেন। ফিডেল এডওয়ার্ডস ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১ট𝓰ি করে উইকেট দখল করেন ইরফান পাঠান, মন্টি পানেসর ও এস শ্রীসন্ত।
পালটা ব্যাট করতে নেমে কিংস ১৯.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বল বাকি থাকতে ৩ উইকেটের উত্তেজক জয় তুলে নেয় ইরফানের দল। ইউসুফ পাঠান ২৮ বলে ৪৪ রান করেন। তিনি ৪টি 🦩চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া তন্ময় শ্রীবাস্তব ২৮, নিক কম্পটন ১৮, ইরফান পাঠান ১৫ ও টিনো বেস্ট ১৫ রান করেন।
আরও পড়ুন:- RSWS 2022: বাগে পেয়েও দিল🃏শানদের হারাতে পারলেন না জন্টিরা, তিনে তিন শ্রীলঙ্কার
সাইডবটম ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৩৭ রানে ২টি উইকেট নেন মফু। ভাজ্জি ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকে🥃ট দখল করেন। ২১ রানে ১টি উইকে🐟ট নেন মুরলিধরন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এডওয়ার্ডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।