দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসের ডিক্লিয়ার করে লেস্টারশায়ারকে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ২৪৪ রান করে লেস্টারশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ঋষভ পন্ত। অন্যদিকে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শামি ও জাদেজা। শার্দুল ও সিরাজও দুটি করে উইকেট পেয়েছেন।
দ্বিতীয় দিনে দুরন্ত খেললেনಞ পন্ত। বল হাতে চমক দেখালেন শামি,সিরাজ, জাদেজা ও শার্দুল। তবে দ্বিতীয় দিনে ওপেন করতে এলেন না রোহিত। বল করতে দেখা গেল না বুমরাহকে।
24 Jun 2022, 10:10 PM IST
ছন্দে রয়েছেন কেএস ভরত
প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দারুণ খেললেন কেএস ভরত। প্রথম ইনিংসে যেখানে খেলা ছেড়ে ছিলেন দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই খেলার শুরু করলেন। এদিন ওপেন করলেন এবং ৫৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেললেন। প্রথম ইনিংসে ভরত ১১১ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন। এখꦅনও ম্যাচে নট আউট রয়েছেন তিনি।
24 Jun 2022, 10:06 PM IST
দ্বিতীয় দিনের খেলা শেষ
ভারতের স্কোর ৮০/১ রান। কেএস ভরত করেছেন ꦚ৫৯ বলে ৩১ রান। হনুমা বিহারী করেছেন ১৬ বলে ৯ রান। ভারত ৮২ রানে এগিয়ে রয়েছে।
24 Jun 2022, 09:48 PM IST
বুমরাহের জায়গায় কি সাইনি
অনুশীলন ম্যাচের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহকে এখনও পর﷽্যন্ত বল করতে দেখা গেল না। তবে তার জায়গায় নবদ্বীপ সাইনিকে লেস্টারশায়ারের হয়ে ব্যাট করতে দেখা গেল।
24 Jun 2022, 09:45 PM IST
তিন নম্বরে নামলেন বিহারী
শুভমন গিল আউট হতে তিন নম𝐆্বরে ব্যাট করতে নামলেন হনুমা বিহারী। রোহিত শর্মাকে ব্যাট করতে নামত𝔍ে দেখা গেল না।
24 Jun 2022, 09:43 PM IST
ভারতের প্রথম উইকেটের পতন
শুভমন গিলকে আউট করলেন নবদ্বীপ সাইনি। ৩৪ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ১৩.১ ওভারে ভার🔴তের স্কোর ৬২/১ রান।
24 Jun 2022, 09:32 PM IST
ভারতের স্কোর ১১ ওভারে ৫৯/০ রান
৩৪ বলে ২১ রান করে ক্রিজে রয়েছꦆেন কেএস ভরত এবং ৩২ বলে ৩৭ রান করে ভারতের ইনিংসক♛ে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভমন গিল। ৬১ রানে এগিয়ে রয়েছে ভারত।
24 Jun 2022, 09:14 PM IST
ভারতের স্কোর ৬ ওভারে ৪০/০ রান
ঝড়ের গতিতে রান করছেন 💯কেএস ভরত ও শুভমন গিল। মাত্র ৬ ওভারে ৪০ রান করল টিম ইন্ডিয়া। ৪২ বলে ৪০ রানের পার্টনারশিপ করলেন গিল ও ভরত। ১৮ বল🌊ে ২৪ রান করেছেন শুভমন গিল এবং ২৪ বলে ১৫ রান করেছেন কেএস ভরত। একেবারে সাদা বলের ম্যাচ খেলছেন তারা। প্রতি ওভার পিছু প্রায় ৫.৪৫ রান করেছে ভারতের এই দুই ওপেনার।
24 Jun 2022, 08:51 PM IST
ভারতেরইনিংসের শুরুতেই ভরত
২ রানে এগিয়ে থেকে ইনিংসের শুরু করল ভারত। তবে✱ রোহিত শর্মার বদলে দ্বিতীয় ইনিংসে গিলের সঙ্গে ব্যাট করতে নামলেন কেএস ভরতꦓ।
24 Jun 2022, 08:38 PM IST
২৪৪ রানেই শেষ লেস্টারশায়ারের প্রথম ইনিংস
সাকান্দেকে বোল্ড করে লেস্টারশায়ারের প্রথম ই📖নিংসের সমাপ্তি করেন টিম ইন্ডিয়ার শার্দুল ঠাকুর।
24 Jun 2022, 08:28 PM IST
লেস্টারশায়ারের নবম উইকেটের পতন
ম্যাচের দ্বিতীয় দিনে তৃতীয় উইকেট তুলে নিলেন রবীন্𝓡দ্র জাদেজা। ন্যাথান বাওলেকে ১৭ রানে আউট করলেন জাদেজা। ৫৬ ওভারে লেস্টারশায়ারের স্কোর ২৩৯/৯ রান। প্রথম ইনিংসে ভারতের থেকে সাত রান পিছিয়🐼ে রয়েছে ইংল্যান্ডের দল।
24 Jun 2022, 08:00 PM IST
মাত্র ২৫ রানে পিছিয়ে লেস্টারশায়ার
প্রথম ইনিংসে এখনও পর্যন্ত মাত্র♊ ২৫ রানে পিছিয়ে রয়েছে লেস্টারশায়ার। ৪৯ ওভারে শেষে লেস্ট👍ারশায়ারের সংগ্রহ ২২১/৭ রান।
24 Jun 2022, 07:41 PM IST
আবার বৃষ্টি শুরু হল, খেলা বন্ধ
দ্বিতীয় দিনের ৪৮ ওভার শুরু আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। তখন বল করতে শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময়ে বৃষ্টি আসে, তখনই পিচে ঢেকে দেওয়া হয়। এই মুহূর্তে লেস্টারশায়ারের স্কোর ২১৩/ꦆ৭ রান। আর মাত্র ৩৩ রান পিছিয়ে রয়েছে তারা।
24 Jun 2022, 07:27 PM IST
আউট হলেন ঋষভ পন্ত
৮৭ বল🧸ে ৭৬ রানের ইনিংস খেলে বড় হিট করতে গিয়ে ক্যাচ আউট হলেন ঋষভ পন্ত। ৪৫.৩ ওভারে জাদেজার শিকার হন পন্ত। লেঙ্কারশায়ারের স্কোর ২০৮/৭
24 Jun 2022, 06:55 PM IST
চার মেরে পঞ্চাশ করলেন পন্ত
চার মেরে পঞ্চাশ ক🃏রলেন ঋষভ পন্ত। ৭꧟৮ বলে তিনি করলেন ৫৭ রান। লেস্টারশায়ারের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি যেন একাই লড়াই করলেন। চল্লিশ ওভার শেষে লেস্টারশায়ারের স্কোর ১৭০/৬ রান।
24 Jun 2022, 06:32 PM IST
লেস্টারশায়ারের ষষ্ঠ উইকেটের পতন
ম্যাচে প্রথম উইকেটের শিকার করলেন শার্দুল ঠাকুর। স্যাম ব্যাটেসকে আউট করলেন তিনি। ব্যাক্তিগত আট রান করে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্যাম। লেস্টারশায়ারের স্কোর ১৩৮/৬ রাꦫন। ক্রিজে লড়া
24 Jun 2022, 06:18 PM IST
ঋষি প্যাটেলকে আউট করলেন শামি
৪৬ বলে ব্যাক্তিগত ৩৪ রান করে൩ হনুমা বিহারীর হাতে ক্যাচ দিয়ে মহম্মদ শামির শিকার হলেন ঋষি প্যাটেল। ১২৯ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হল লেস্টার📖শায়ারের। এদিন ম্যাচে নিজের তিন নম্বর উইকেটটি তুলে নিলেন শামি। প্রথম ইনিংসে ভারতের থেকে ১১৬ রানে পিছিয়ে রয়েছে লেস্টারশায়ার।
24 Jun 2022, 05:44 PM IST
১০০ রান টপকাল লেস্টারশায়ার
ঋষভ পন্🎐ত ও ঋষি প্যাটেলের জুটিতে ১০০ রান ক্রস করল লেস্টারশায়ার। ২৬ ওভারে লেস্টারশায়ারের স্কোর ১০৬/৪ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ব্রেকের পরে আবার শুরু হল খেলা।
24 Jun 2022, 05:04 PM IST
২৫ ওভারে লেস্টারশায়ারের স্কোর ৯৭/৪
৭১ রানে চার উইকেট হারান প🦂রে লেস্টারশায়ারের ইনিংস সাবধানে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ পন্ত ও ঋষꦕি প্যাটেল। দুজনেই দারুণ ছন্দে ব্যাটিং করছেন। ৩৬ বলে অপরাজিত ২২ রান করেছেন ঋষভ পন্ত। ২৮ বলে ২০ রান করে ব্যাট করছেন ঋষি প্যাটেল।
24 Jun 2022, 04:29 PM IST
দ্বিতীয় উইকেট পেলেন মহম্মদ সিরাজ
জোয়ে এভিনসনকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ২৬ বলে ২২ রান ক𒀰রে আউট হলেন এভিনসন। লেস্টারশায়ারের স্কোর ১৭.৪ ওভারে ৭১/
24 Jun 2022, 04:09 PM IST
লেস্টারশায়ারের তৃতীয় উইকেটের পতন
লুইস কিম♊্বারকে ব্যাক্তিগত ৩১ রানে আউট করলেন মহম্মদ সিরাজ। লেস্টারশায়ারের সংগ্রহ ১৩.১ ওভারে ৪৪/৩ রান। সিরাজের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিম্বার। লেস্টারশায়ারের এই ওপেনার আউট হতে মাঠে নামেন ঋষভ পন্ত।
24 Jun 2022, 03:49 PM IST
১০ ওভারে লেস্টারশায়ার স্কোর ৩৪/২
১০ ওভার শেষে ৩৪ রান করে দুই উইকেট হারিয়েছে লেস্টারশায়ার। এখনও পর্য💖ন্ত ভারতের হয়ে দুই উইকেট পেয়েছেন মহম্মদ শামি।
24 Jun 2022, 03:42 PM IST
চেতেশ্বর পূজারা শূন্য রানে আউট
মহম্মদ শামির বলে বোল্ড হলেন চেতেশ্বღর পূজারা। সতীর্থকে আউট করেই পূজারার ঘাড়ের উপর উঠে সেলিব্রেশন করতে থাকেন মহম্মদ শামি। ৮.২ ওভারে লেস্টারশায়ার স্কোর ২২/২ রান।
24 Jun 2022, 03:32 PM IST
রোহিতদের বিরুদ্ধে নামলেন পূজারা
লেস্টারশায়ার দলের ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। স্যাম🎀 এভান্স আউট হতেই লেস্টারশায়ারের হয়ে তিন 🐼নম্বরে ব্যাট করতে নামলেন চেতেশ্বর পূজারা।
24 Jun 2022, 03:29 PM IST
লেস্টারশায়ারের প্রথম উইকেটের পতন
লেস্টারশায়ারের অধিনায়ককে আউট করলেন মহম্মদ শামি। মাত্র এক রান করে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন লেস্টারশায়ারের ওপেনার স্যাম এভান্স। লেস্টারশায়ার দলের ১৪ রান🧜ে নিজেদের প্রথম উইকেট হারায়।
24 Jun 2022, 03:09 PM IST
২ ওভার লেস্টারশায়ার স্কোর ৭ রান
প্রথম ওভারে শামি সাত রান দেওয়ার পরে উমেশ যাদব নি꧋লেন মেডেন ওভার✅। এখনও ২৩৯ রানে পিছিয়ে রয়েছে
24 Jun 2022, 03:07 PM IST
প্রথম ওভারেই ৭ রান দিলেন শামি
দিনের প্রথম ওভারেই সাত রান দিলেন মহম্মদ শামি। লুইস কিম্বার ন🧜িলেন ৫ রান ও স্যাম এভান্স করলেন এক রান। একটি অতিরিক্ত রান দিলেন শামি। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন উমেশ যাদব।
24 Jun 2022, 03:00 PM IST
২৪৬/৮ রানেই ভারত ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা
ফিল্ডিং করতে ন🍌ামল রোহিত অ্যান্ড কোম্পানি। ২৪৬ রানেই ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা করল ভারতীয় দল। দ্বিতীয় দিনে নিজের বোলিংকে দেখে নিতে চাইছে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মারা।
24 Jun 2022, 02:58 PM IST
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
বৃষ্টি নেই। খেলা শুরু হতে কোনও অসুবিধা নেই। ক্রি𒊎কেটাররা মাౠঠে নামছেন।
24 Jun 2022, 02:18 PM IST
দেখুন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক
প্রথম দিনে টিম ইন্ডিয়ার হয়ে কেএস ভরত ছাড়া সেভাবে কেউই পারফর্ম করতে পারেননি। অন্যদিকে লেস্টারশায়ারের হয়🔯ে নজর কেড়েছেন রোমান ওয়াকার। দেখে নিন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক।
24 Jun 2022, 02:00 PM IST
৭০ রানে অপরাজিত কেএস ভরত
৬০.২ ওভারে আট উইকেটে ২৪৬ রান করেছে টিম ইন্ডিয়া। রোহিত-কোহলিরা যেখানে বড় রান করতে পারেননি, সেখানে একা ভারতকে টেনে তুলছেন কেএস ভরত। এখন দেখার শেষ পর্যন্ত 💖প্রথম ইনিংসে লেস্টারশায়✅ারের বিরুদ্ধে ভারত কত রান করে।