সঞ্জু স্যামসনের কাছে রয়েছে যুবরাজ সিংয়ের মতো ক্ষমতা। ভারতের এই তারকা ব্যাটারও যুবির মতো এক ওভারে ছয় ছক্কা মারার ক্ষমতা রাখেন। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি ডেল স্ট♔েইন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৬ রান দেখার পর তরুণ ভারতীয় ব্যাটিংয়ের প্রশংসা করছেন সকলেই। স্যা🅷মসন দলকে জেতাতে না পারলেও তার ইনিংস প্রশংসনীয়। ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইনও স্যামসনের প্রশংসা করেছেন। এই সময় তিনি স্যামসনকে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করেছিলেন।
ম্যাচের পর স্টার স্পোর্টসে ডেল স্টেইন বলেছিলেন, ‘কাগিসো রাবাদা তাঁর ওভারের শেষ বলে নো বল করার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল, ‘দয়া করে এটা ঘটতে দেবেন না।’ কারণ আপনি জানেন না সঞ্জুর মতো একজন খেলোয়াড় কী করতে পারেꦉ। বি🦂শেষ করে যখন তাঁর সেই ফর্ম এবং আত্মবিশ্বাস রয়েছে। আমি তাঁকে আইপিএলে দেখেছি। তাঁর বাউন্ডারি মারার ক্ষমতা, বিশেষ করে খেলার শেষ ২ ওভারে সেঅবিশ্বাস্য।’
আরও পড়ুন… IND vs SܫA: ৮ ওভারে ৮৯ রান! একদিনের ক্রিকেটে একাধিক লজ্জার রেকর্ড গড়লেন শামসি
ডেল স্টেইন আরও বলেন, ‘শামসি শেষ ওভার বল করতে যাচ্ছিলেন এবং স্যামসন জানতেন যে তাঁর (শামসির) দিন খারা🌳প যাচ্ছে। রাবাদা যখন নো বল করেছিলেন তখন আমি নার্ভাস ছিলাম। কারণ সঞ্জু এমন একজন খেলোয়াড় যে যুবির মতো ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যুবির মতোই ছয়টি ছক্কা মারতে পারেন সঞ্জু। এবং যখন তাঁর ৩০+ প্রয়োজন হয়। এভাবেই তিনি দলকে জেতাতে পারেন।’
ম্যাচের কথা বলতে গেলে, সঞ্জু স্যামসন (অপরাজিত ৮৬) এবং শ্রেয়স আইয়ার (৫০) এর লড়াইপূর্ণ অর্ধশতক সত্ত্বেও, বৃহস্পতিব🤪ার বৃষ্টি-বিধ্বস্ত প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ভারতকে নয় রানে পরাজিত করেছিল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪০ ওভারে ২৫০ রানের টার্গেট দেয়। জবাবে ভারতীয় দল আট উইকেট হারিয়ে মাত্র ২৪০ রান তুলতে সক্ষম হয়ꦯ।
আরও পড়ুন… কোহলি-পন্ত-সূর্যকে 🙈টপকে শীর্ষে শ্রেয়স! আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দেখালেন চমক
ডেভিড মিলার এবং হেনরিখ ক্লাসেন ১৩৯ রানের সেঞ্চুরি জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে কঠিন উইকেটে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান। পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মিলার ৬৩ বলে অপরাজিত ৭৫ রান করেন, আর ক্লাসেন ৬৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। স্যামসন এবং আইয়ার এই লক্ষ্যে পৌঁছাতে ভারতের হয়♊ে কঠোর লড়াই করেছিলেন। স্যামসন ৬৩ বলে নয🤪়টি চার ও তিনটি ছক্কায় ৮৬ রান করেন, আর আইয়ার ৩৭ বলে ৫০ রান করেন। এর পরে, শার্দুল ঠাকুরও লড়াই করেন। তিনি ৩১ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৩ রান করেছিলেন। কিন্তু আপার অর্ডারের ব্যর্থতার কারণে, ভারতের পক্ষে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব প্রমাণিত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।