শুভব্রত মুখার্জি: আর্জেন্তিনার তারকা লিওনেল মেসি ফাইনালে কেমন খেলবেন তা সময় বলবে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি আদৌ জিততে পারবেন কিনা, বর্তমান ফুটবলের রাজপুত্র তার দিকে নজর থাকবে গোটা বিশ্বের। তাঁর ফুটবল কেরিয়ারে এমন কোন পুরস্কার বা ট্রফি নেই যা তিনি জ🍨েতেননি। ট্রফি ক্যাবিনেটে একমাত্র জায়গা পাওয়া বাকি রয়েছে বিশ্বকাপের। আর তা হলেই মেসি স্পর্শ করে ফেলবেন কিংবদন্তি জিনেদিন জিদান, রোনাল্ডিনহো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড ܫমুলারদের। আজ বিশ্বকাপ জিতলে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর জেতা বিশ্ব ফুটবলে নবম ফুটবলার হবেন তিনি।
সেমিফাইনালে ৩-০ গোলের বিরাট ব্যবধানে ক্রোয়েশিয়া দলকে হারিয়েছে আর্জেন্তিনা। ম্যাচে প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম গোল। সমস্ত বিশ্বকাপ মিলিয়ে এটি তাঁর ১১তম গোল। ফলে আর্জেন্তিনার বিশ্বকাপ ইতিহাসে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে তিনি ইতিমধ্যেই সর্বাধিক গোলদাতা হয়ে গিয়েছেন। পাশাপাশি চলতি বিশ্বকাপেই জার্মান কিংবদন্ত🍬ি লোথার ম্যাথিউসকেও স্পর্শ করেছেন তিনি। বিশ্বকাপে সর্বাধিক ২৫ ম্যাচ খেলা লোথার ম্যাথিউসকে টপকে যাবেন তিনি চলতি কাত💛ার বিশ্বকাপের ফাইনালেই।
রবিবার ফাইনালে ফ্রান্সকে হারা🔥লেই আটজন কিংবদন্তির এলিট লিস্টে প্রবেশ করবেন তিনি। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:
১) ববি চার্লটন: ১৯৬৬ বিশ্বকাপ এবং ব্যালন ডি'অর জয় । ১৯৬৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ইউরো🎀পীয়ান কাপ🐻 জয়।
২) ফ্রাঞ্জ বেকেনবাওয়ার: ১৯৭৪ সালে বিশ্বকাপ জয়। ১৯৭৪, ৭৫ এবং ৭৬ বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপীয়ান কাপ ꦇজয়। ১৯৭২ এবং ৭৬ ব্যালন ডি'অর জয়।
৩) গার্ড মুলার: ১৯৭🧸৪ বিশ্বকাপ জয়। ১৯৭০ ব্যালন ডি'অর জয়। ১৯৭৪, ৭৫, ৭৬ বায়ার্ন মিউনিখের হয়ে ইউর🎀োপীয়ান কাপ জয়।
৪) পাওলো রোসি: ১♔৯৮২ বিশ্বকাপ এবং ব্যালন ডি'অর জয়। ১৯৮৫ জুভেন্টাসের হয়ে ইউরোপীয়ান কাপ জয়।
৫) জিনেদিন জিদান: ১৯৯৮ বিশ্বকাপ এবং ব্যালন ডি'অর জয়। ২০০২ রিয়েল মাদ্রিদের হয়ে চ্💖যাম্পিয়ন্স লিগ 🅘জয়।
৬) রিভাল্ডো: ১৯৯৯ ব্যালন ডি'অর জয়। ২০০২ ღবিশ🅰্বকাপ জয়। ২০০৩ এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।
৭) রোনাল্ডিনহো: ২০০২ বিশ্বকাপ এবং ২০০৫ ব্যালন ডি'অর জয়। ২০০🅷৬ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয🌸়।
৮) কাকা: ২০০২ বিশ্বকাপ জয়। ২০০৭ সালে ব্যালন ডি'অর এবং এসি মিলাไন🍌ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।