বীরেন্দ্র সেহওয়াগ ও তিলকরত্নে দিলশানের মতো টপ অর্✨ডারের দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান পুরোপুরি ব্যর্থ। কেভিন ও'ব্রায়েন ব্যাট হাতে লড়াই চালান বটে, তবে পরিচিত ছন্দে দেখায়নি তাঁকেও। তা সত্ত্বেও লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ জিততে অসুবিধা হল না গুজরাট জায়ান্টসের।
অন্যদিকে, হরভজন সিং ব্যাটে-বলে যথাসাধ্য লড়াই চালান। অধিনায়কোচিত দৃঢ়তায় ভাজ্জির সেই লড়াইও ম্যাচ জেতাতে পারেনি মনিপাল টাইগার্সকে। ফলে একদিকে বীরুর গুজরাট জায়ান্টস যেমন টুর্নামেন্টে পরপর ২টি ম্যাচ জিতে যায়। ঠিক তেমনই মনিপালকে জোড়া ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাট ৩ উইকেটে পরাজিত করে ইন্ডিয়া ক্যাপিটালসকে। এবার তা💞রা টাইগার্সকে হারায় ২ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে। হরভজনের টাইগার্স তাদের প্রথ🐻ম ম্যাচে হার মানে ইরফান পাঠানের ভিলওয়ারা কিংসের কাছে।
গুজরাট জায়ান্টস বনাম মনিপাল টাইগার্স ম্যাচের গতিপ্রকৃতি:
লখনউয়✅ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে টাইগার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রান তোলে। রবিকান্ত শুক্লা দলের হয়ে সব থেকে বেশি ৩২ রান করেন। ২৪ রান করেন মহম্মদ কাইফ। কোরি অ্যান্ডারসন ৫ রান করে আউট হন। হরভজন ১টি চার ও ২টি ছক্কার সাহায্𝓡যে ৯ বলে ১৮ রান করেন।
আরও পড়ুন:- Legends League Cricket: নার্🍬সের পালটা শতরান কেভিনের, দুরন্ত জয় গ💞ুজরাট জায়ান্টসের
গুজরাটের হয়ে দুর্দান্ত বোলিং করেন অশোক দিন্দা। তিনি ৪ ওভারে🌃 ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২ ওভার বল করে ১৮ রানে ২টি উইকেট নেন তিলকরত্নে দিলশান। থিসারা পেরেরা ও এমরিত ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস ১৭.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। পার্থিব প্যাটেল ৬টি চার ও ১টি🌠 ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৪ রান করেন। এছাড়া কেভিন ২৩, ꧙পেরেরা ২২, সিমন্স ১২ ও যোগিন্দর শর্মা ১২ রান করেন। সেহওয়াগ ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি দিলশান।
আরও পড়ুন:- Legends League 👍Cricket: কাজে লাগল না কাইফের ৭৩, ভাজ্জির দলকে হারালেন পাঠান ভাইরা
হরভজন সিং ৪ ওভারে ২৩ রানের বিনি💞ময়ে ২টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস মফু, পরবিন্দর আওয়ানা ও মুথাইয়া মুরলিধরনও। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পার্থিব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।