পথ দেখিয়েছেন জুলি✅য়া প্রাইস, সারা টেলররা। সেই ধারাটাকে আরও একধাপ উপরে তুললেন বেলাস্বা♈মী বনিতা। ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হেড কোচের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন তারকা।
কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি-২০ লিগ মহারাজা ট্রফিতে এবছর কোচিং করাতে দেখা যাবে ভিআর বনিতাকে। তাঁকে হেড꧅ কোচ নিযুক্ত করেছে শিবমগ্গা লায়ন্স। ফ্র্য়াঞ্চাইজির হয়ে নিলামের টেবিলেও উপস্থিত ছিলেন ভারতীয় দলেরꦡ প্রাক্তন ওপেনার, যিনি ঘরোয়া ক্রিকেটে ডানহাতে পেস বোলিংও করতেন।
এর আগে ছেলেদের ক্রিকেটে কোচিং করাতে দেখা গিয়েছে জুলিয়া-টেলরদের। ২০১৯ সালে জুলিয়া প্রাইস বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের সহকারী কোচ নিযুক্ত হন। তিনিই প্রথম মহিলা, যিনি ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁর পদাঙ্ক অনুসরণ করেন সারা টেলর। ২০২১ সালে আবু ধাবি টি-১০ লিগের জন্য টিম আবু ধাবির সহকারী কোচ নিযুক্ত হন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। সারা তার আগে সাসেক্সের ছেলেদের ক্রিকেট দলেরও কোচিং স্টাফ হিসেবে 🧔কাজ করেন।
আরও পড়ুন:- IND vs WI 2nd Test: র🃏োহিত-যশস্বীর ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১০ ওভারেই বিশ্বরেকর্ড ভারতের
উল্লেখযোগ্য বিষয় হল, সারা বা জুলিয়া কেউই ছেলেদের দলের হেড কোচ ছিলেন না। তাঁরা সহকারী কোচের দায়িত্ব পালন করেন। বনিতা শিবমগ্গা লায়ন্সের 🍸হেড কোচের ভূমিক📖া পালন করবেন। ভারতে ছেলেদের ক্রিকেটে মহিলা কোচিং স্টাফ বেনজির। সেদিক থেকে পুরনো ধারা ভেঙে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বেলাস্বামী।
ভিআর বনিতার ফ্র্য়াঞ্চাইজি লিগে কোচিং স্টাফ হিসেবে কাಌজ করা অবশ্য নত🐬ুন নয়। গত উইমেন্স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি। আরসিবির মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচের ভূমিকা পালন করা ছাড়াও স্কাউট হিসেবে প্রতিভা খুঁজে বার করার দায়িত্বও বর্তায় বনিতার কাঁধে।
৩৩ বছরের বনিতা ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতের হয়ে ৬টি ওয়ান ডে ও ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। জাতীয় দ🍰লের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ৮৫ ও টি-২০ ক্র🎉িকেটে ২১৬ রান সংগ্রহ করেন তিনি।
এবছর বনিতার কোচিংয়ে মাঠে নামতে দেখা যাবে অভিনব মনোহর, শ্রেয়স গোপাল, রোহন কদমের মতো ক্রিকেটারদের। নিলামে সব থেকে বেশি ১৫ লক্ষ টাকা দিয়ে অভিনব মন𒆙োহরকে কেনে শিবমগ্গা লায়ন্স। আগামী ১৩ থেকে ২৯ অগস্ট চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬ দলের এই টি-২০ টুর্নামেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।