আইপিএলের পরে ভারত সংক্ষিপ্ত ফর্ম্যাটে যতগুলি সিরিজ খেলেছে, স্কোয়াড ও প্রথম এ♌কাদশ নিয়ে যথেচ্ছ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। প্রায় প্রতি সিরিজেই প্রথম সারির ক্রিকেটারদের কাউকে না কাউকে বিশ্রাম দেন জাতীয় নির্বাচকরা। অবশেষে আসন্ন এশিয়া কাপের জন্য পূর্ণ শক্তির দল গড়ে নেন তাঁরা। যদিও চোটের জন্য জসপ্রীত বুমরাহ ও হার্ষাܫল প্যাটেলের নাম বিবেচনা করার অবকাশ ছিল না ভারতীয় নির্বাচকদের কাছে।
এশিয়া কাপের জন্য ভারতের টি-২০ স্কোয়াড ঘোষিত হওয়ার পর থেকে আলোচনা চলছে বিস্তর। বিশেষ করে 🥂মহম্মদ শামির এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া নিয়ে 🤪প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। নেটিজেনরা আওয়াজ তুলছেন সঞ্জু স্যামসনের দলে না থাকা নিয়ে। দীনেশ কার্তিক ও রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ পাওয়াকেও অনেকেই ভালো চোখে দেখছেন না।
এশিয়া কাপের ভারতীয় দলে কে আছেন, কে নেই, তা নিয়ে অন্যদের মাথা ব্যাথা থাকলেও মাহেলা জয়াবর্ধনে বিন্দুমাত্র বিচলিত নন এই বিষয়ে। বরং আইসিসির আলোচনায় তিনি স্পষ্ট জানালেন যে, এশিয়া কাপের খেতাব ধরে রাখার জন্য যথেষ্ট শ🦂ক্তিশালী দল গড়ে নিয়েছে ভারত। তবে তিনি সংশয় প্রকাশ করেন অন্য জায়গায়। আসলে শ্রীলঙ🌟্কান কিংবদন্তি হদিশ দিলেন এশিয়া কাপে ভারতের দুশ্চিন্তা হয়ে দেখা দিতে পারে কোন বিষয়টা।
জয়াবর্ধনের মতে, লোকেশ রাহুলের বেশ কিছুদিন খেলার মধ্যে না থাকাটাই ভারতের প্রধান মাথা ব্যাথ হয়ে দেখা দিতে পারে। য𓃲ত বেশি ম্য়াচের মধ্য থাকবেন রাহুল, তাঁর আত্মবিশ্বাস ফিরবে তত তাড়াতাড়ি, যেটা ভারতীয় দলের ভালো পারফর্ম্যান্সের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে ইঙ্গিত করেন মাহেলা।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আইপিএলের পর থেকে ও (লোকেশ রাহুল) বেশ কিছুদিন মাঠে বাইরে র💖য়েছে। তাই ওর মাঠে সময় কাটানো খুবই জরুরি। বিশেষ করে ওর ম্যাচের মধ্যে থাকা দরকার। ও যত বেশি মাঠে সময় কাটাবে, তত তাড়াতাড়ি আত্মবিশ্বাস ফিরে পাবে, 🎉যেটা ওর নিজের জন্য তো বটেই, এমনকি ভারতীয় দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়🌃র লিগের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। আইপিএল ২০২২-তে তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে সব থেকে বেশি ৬❀১৬ রান সংগ্রহ করেন। রাজস্থান রয়্যালসের জোস বাটলারের পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন লোকেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।