টুকরো টুকরো ২টি ভিডিয়ো,ꦯ তাতেই দুইয়ে দুইয়ে চার করে নিতে শুরু করেছেন꧅ নেটিজেনরা। চর্চা শুরু হয়ে গিয়েছে যে, তবে কি ভারতের দুই সফল অলিম্পিয়ানের চারহাত এক হতে চলেছে?
প্য়ারিস অলিম্পিক্স চলাকালীন মনু ভাকের ও নীরজ চোপড়ার আলাপচারিতা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই তারকার শরীরি ভাষাই এক্ষেত্রে উৎসাহী করে তোলে নেটিজেনদের। অনেক🔴েই মন্তব্য করেন যে, মনু ঠিক যেন ক্রাশের সঙ্গে একান্তে কথা বলছেন।
তবে মনু ভাকেরের মায়ের কাণ্ড দেখে 😼জল্পনা আরও জোরদার হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় মনুর মাকে নীরজের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায়। কথোপকথন চলাকালীন সারাক্ষণ নীরজের একটি হাত ধরে ছিলেন 🌠তিনি। এমনকি একবার মাথার দিব্বি দেওয়ার ছলে নীরজের ডানহাত নিজের মাথায় তুলে নেন মনুর মা।
দু'জনের আলাপচারিতার মাঝে অন্য একজন সৌজন্য সাক্ষাৎ করতে আসেন নীরজের সঙ্গে। তিনি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও মনুর মা 💟নীরজের হাত ছ🅘াড়েননি। নীরজ বাধ্য হয়েই বাঁ-হাতে সৌজন্য বিনিময় করেন।
মনুর মায়ের এমন কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন যে, মেয়ের জন্য জামাই খুঁজতে ব্যস্𓃲ত তিনি। অন্য একজন মন্তব্য করেন যে, 'পাকা দেখা হয়ে গেল তাহলে'। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘কাকিমা, একদম ছাড়বে🌟ন না।’ আরও একজনের প্রতিক্রিয়া, ‘মনুর মা আলাদা মিশনে রয়েছেন।’
যদিও মনুর সঙ্গে নীরজের সম্পর্ক নিয়ে যাঁরা ♕গুঞ্জন শুরু করেছেন, তাঁদের বিরুদ্ধাচরণও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, ‘একটি ছেলে ও একটি মেয়ে যদি একান্তে কথা বলে, ভারতীয়রা গুঞ্জন শুরু করে দেয়।' আরও একজন লেখেন, ‘ভারতীয়রা জন্মগত বলিউডের স্টোরি রাইটার🌠।’
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্🤡স থেকে দেশকে পদক এনে দিয়েছেন মনু-নীরজ দু'জনেই। মনু একই অলিম্পিক্সে একজোড়া পদক জেতা ভারতীয় অ্যাথলিটে পরিণত হন। অল্পের জন্য পদকের হ্যাটট্রিক হাতছাড়া হয় তাঁর। মনু মেয়েদের ১🐟০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন। পরে সরবজ্যোৎকে সঙ্গী করে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন তিনি।
অন্যদিকে টোকিও অলিম্পিক্সে ছেলেদেরে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতা নীরজ চো﷽পড়া প্যারিস অলিম্পিক্সে জেত📖েন রুপোর পদক। পাকিস্তানের আর্শাদ নদিমের কাছে সোনা হাতছাড়া হয় তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।