৬৩ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমে দুরন্ত হ্যাটট্রিক মার্কাস রাশফোর্ডের। মূলত রাশফোর্ডের আক্রমণাত্মক ফুটবলের স𒈔ুবাদেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লিপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
রাশফোর্ড গ্রিনউডের পরিবর্তে মাঠে নামেন। ৭৪ মিন👍িটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে নিজের প্রথম গোল করেন তিনি। ৭৮ মিনিটে রাশফোর্ড দ্বিতীয় বার বল জড়ান লিপজিগের জালে। ৯০+২ &nbﷺsp;মিনিটে মার্শালের পাস থেকে গোল করে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এছাড়া ম্যাঞ্চেস্টারের হয়ে ম্যাচের অপর দু'ট🍸ি গোল গ্রিনউড ও মার্শালের। ম্যাচের ২১ মিনিটের মাথায় পোগবার পাস থেকে ইউনাইটেডের হয়ে গোলের খাতা খোলেন গ্রিনউড। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ম্যাঞ্চেস্টারের অনুকূলে ১-০। পরের চারটি গোল হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন মার্শাল।
এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের শীর্ষে থেকে গেল ইউনাইটেড। গ্রুপের অপর ম্যাচে প্যারিস সাঁ-জা ২-০ গোলে পরাজিত করে ইস্তানবুলকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২টি গোল𝓡ই করেন মইস কিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।