ব্যাট হাতে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে প্রতিপক্ষক🧔ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শাকিব আল হাসান। তা সত্ত্বেও এলিমিনেটরে রংপুর রাইডার্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়র লিগ থেকে ছিটকে যেতে হল ফর্চুন বরিশালকে। ফলে এবারের মতো বিপꦫিএল অভিযান শেষ হল শাকিবদের।
মীরপুরে টস জিতে বরিশালকে শুরুতে ব্যাট করতে পাঠায় রংপুর। বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে🥀 মেহেদি হাসান মিরাজ ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২ রান করেন। তিনি ১টি চার মারেন। মাহমুদুল্লাহ ২১ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। করিম জানাত ২৫ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন ভানুকা 𒆙রাজাপক্ষে। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
রংপুরের দাসুন শানাকা ৩ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৩২ রানে ১টি উইকেট ন𓃲েন রাকিবুল হাসান। মুজিব উর রহমান ও ডোয়েন ব্র্যাভো উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে রংপুর ১৯.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে রংপুর। শামিম হোসেন দ🔯লের হয়ে সব থেকে বেশি ৭১ রান কর🍰েন। ৫১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
খাতা খুলতে পারেননি মহম্মদ নইম। রনি তালুকদার করেন ১৭ বলে ২৯ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ১৮ রান করেন নুরুল হাসান। তিনি ৩টি চার মারেন। নিকোলাস পুরান ৮ বলে ৫ রান করে আউট হন। ডোয়েন ব্র্যাভো ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। দা🀅সুন শানাকা ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৮ রান করে নট-আউট থাকেন মেহেদি হাসান। তিনি ৪টি চার মারেন।
শাকিব ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৩৩ রানে ২টি উইকেট নেন কামরুল ইসলাম। ২৩ রানে ২টি উইকেট নেন খালেদ আহমেদ। ম্যাচের সেরা হন শ𓂃ামিম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।