বীমার টাকা পেতে ন💮িজের চোট পাওয়ার ভিডিও ফুটেজ বীমা সংস্থার কাছে জমা দিয়েছেন মিচেল স্টার্ক। যদিও তাতে সমস্যার এখনও সমাধান হয়নি।
২০১৮ সালে ১.৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন স্টার্ক। তবে চোটের জন্য সেবার আইপিএল চুক্তি হাতছাড়া হয় তাঁর। স্টার্ক নিজের আইপিএল চুক্তির বীমা করিয়ে রেখেছিলেন। যদিও বীমা সংস্থা স্টার্কের চোট পাওয়ার সময় নিয়ে সংশয় প্রকাশ করায়ﷺ দাবি করা ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার হাতে পাওয়া হয়নি অজি তারকার।
গতবছর এপ্রিলেই বীমা সংস্থার বিরুদ্ধে মামলা করেন স্টার্ক। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় স্টার্ক চোট পেয়েছিলেন, এটা মেনে নিতে চায়নি সংশ্লিষ্ট সংস্থা। সেকারণেই স্টার্ক ফক্স স্পোর্টেসর দুটি ভিডিও ফুটেজ জꦛমা দেন সংস্থায়, যেখানে তাঁর চোট পাওয়ার প্রমাণ রয়েছে।
নিয়ম অনুযায়ী একাকী, হঠাৎ এবং অপ্রত্যাশিত চোট পেলে তবেই বীমার টাকা পেতে পারেন স্টার্ক। অজি তারকা এক্ষেত্রে ভিডিও ফুটেজে সেই প্রমাণই দিতে চেয়েছেন। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে ১ মিনিট ৩৭ সেকেন্ড ও ৭ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দুটি বিশ্লেষণ করার সময় পায়নি তারা। আগামী ১২ অগস্ট মামল💛ার সুনানিন দিন ধার্য হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।