ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাজে ভাবে হেꦛরেছেন ভারতের মেয়েরা। এই হার নিয়ে তীব্র সমালোচনাও চলছে। এই হারের কারণ ব্যাখ্যা গ❀িয়ে ভারত অধিনায়ক মিতালি রাজ দাবি করেছেন, শুধু ব্যাটসম্যারাই নন, বোলারাও এই হারের জন্য সমান ভাবে দায়ী। তাঁদেরও পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। বিশেষ করে পেস বোলিংয়ের ক্ষেত্রে ঝুলন গোস্বামীর মতো আরও অনেক তরুণ পেসারকে দলে চাইছেন মিতালি।
মিতালি রাজের পরিষ্কার বক্তব্য, ‘প্রথম সারির পাঁচ জন ব্যাটসম্য়া💝নকে রান পেতে হবে। তার জন্য বুঝতে হবে ইংল্যান্ডের সিমারদের। কারণ তারা অনেক বেশি অভিজ্ঞ এবং জানে তাদের আবহাওয়ায় ঠিক কী ভাবে বল করতে হয়।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘প্রতিপক্ষ দলে൩র উইকেট আমাদের খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। তা হলেই ওদের চাপে ফেলা যাবে। যদি সেই কাজটা সিমাররা না করতে পারে, তবে স্পিনারদের উপর বাড়তি চাপ হয়ে যায়।’
এই সমস্যা মেটাতে ঝুলন গোস্বামীর মতো আরও বেশি পেসার দলে চাইছেন তিনি মিতালি। যাঁরা তরুণ হলেও ঝুলনের মতো নিখুঁত হবেন। ঝুলনের বয়স হয়েছে। ঝুলন পরবর্তী অধ্যায়ে দলের দায়িত্ব সামলানোর জন্য তরুণ সিমার প্রয়োজন বলেღ মনে করেন ভারত অধিনায়ক। মিতালি বলেছেন, ‘ঝুলনের মতো করেই আমাদের বাকি পেস বোলারদের তৈরি হতে হবে। যারা পরিবেশ পরিস্থিতি বুঝে, সেটা কাজে লাগিয়ে, সেই হিসেবে বল করতেপারবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।