আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং🅠 কোচের ভূমিকা পালন করলেও মেজর লিগ ক্রিকেটে ব্য়াট হাতে এমআই ফ্র্যাঞ্চাইজির হয়ে তাণ্ডব চালাতে দেখা যাবে কায়রন পোলার্ডকে। আমেরিকার নতুন টি-২০ লিগের জন্য তারকাখচিত স্কোয়াড গড়ে নিয়েছে এমআই নিউ ইয়র্ক। ১৮ জনের স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের নামগুলি দেখলে চোখ কপালে ওঠার উপক্রম হবে প্রতিপক্ষ দলগুলির।
বিদেশি ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে এমআই ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে ঘরের ছেলেদের প্রাধান্য দিয়েছে। সেই সঙ্গে বেছে বেছে জালে তুলেছে অন্যান্য ফ্🧜র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা তারকাদের।
পোলার্ডকে নতুন দলের ক্যাপ্টেন নিযুক্ত করেছে এমআই ফ্র্যাঞ্চাইজি। যদিও মেজর ল🌃িগ ক্রিকেটের আগে পোলার্ড এমআই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন আমির𒅌শাহির টি-২০ লিগের দল এমআই এমিরেটসকেও। এমনকি অতীতে আইপিএলে রোহিত শর্মার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সেরও ক্যাপ্টেন্সি করেছেন পোলার্ড।
কায়রন ছাড়াও এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিꦯগে মাঠে নামবেন আরও এক ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। মুম্বই ইন্ডিয়ান্সে খেলা টিম ডেভিড, ডেওয়াল্ড ব্রেভিস ও জ🐎েসন বেহরেনডর্ফকেও দেখা যাবে এমআই নিউ ইয়র্কের জার্সিতে।
আরও পড়ুন:-🌜 TNPL 2023: বরুণের রহস্যজাল ভেদ করতে ব্যর্থ ত্রিচি, মাঠে ফিরেই নায়ক ‘KKR-এর’ ম্যাজিশিয়ান
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ-২০'তে এমআই কেপ টাউনকে নেতৃত্ব দেন রশিদ খান। তাঁকেও নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজির হয়ে মেজর লিগ মাতাতে দেখা যাবে। এছাড়া ৯ জন বিদেশির কোটায় রয়েছেন একদা মুম্বই ইন্ডিয়ান্সের 📖হয়ে মাঠে নামা ট্রেন্ট বোল্ট, প্রোটিয়া স্পিড স্টার কাগিসো রাবাদা ও কেকেআরের ডেভিড ওয়া👍ইজ।
শুধু স্কোয়াড ঘোষণাই নয়, বরং এমআই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটের জন্য তাদের সাপোর্ট স্টাফেদের নামও জানিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও মুম্বই ইন্ডিয়ান্সের প্রাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্তন ক্রিকেটার তথা এমআই কেপ টাউনের জেনারেল ম্যানেজার রবিন পিটারসন এমআই নিউ ইয়র্কের হেড কোচের ভূমিকা পালন করবেন। বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে লসিথ মালিঙ্গা। ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে জে অরুণ কুমারকে। জেমস প্যামেন্ট ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
এমআই নিউ ইয়র্কের ৯ জন বিদেশি ক্রিকেটার:- কায়রন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, টিম ডেভিড, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড ওয়াইজ, কাগিসো🌄 রাবাদা, নিকোলাস পুরান ও জেসন বেহরেনডর্ফ।
এমআই নিউ ইয়র্কের বাকি ৯ জন ক্রিকেটার:- স্টিভেন টেলর🐽, হাম্মাদ আজম, এহসান আদিল, নসথুস কেনজিগে, মোনাঙ্ক প্যাটেল, সর্বজিৎ লাড্ডা, সায়ন জাহাঙ্গির, কাইল ফিলিপ ও সাইদীপ 🅠গণেশ।
এমআই নিউ ইয়র্কের কোচিং স্টাফ:- রবিন পিটারসন (হেড কোচ), লসিথ মালিঙ্গা (বোলিং কোচ), জে অরুণ কুমার (ব্যাটিং কোচ) ও জেমস প্যামেন্ট 🎃(ফিল্ডিং কোচ)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।