কলকাতা লিগের প্রথ𒁃ম ম্যাচেই আঁটকে গেছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। ভবানীপুর ক্লাবের বিপক্ষে দল আটকে যেতেই একাধিক প্রশ্ন উঠেছে। কারণ মোহনাবাগানের জার্সিতে বেশ কয়েকজন এমন ফুটবলার মাঠে নেমেছিলেন যারা আইএসএলেও বাগানের হয়ে কয়েকটা ম্যাচে নেমেছিল। কিন্তু তুলনায় ভবানীপুর দল তো তাঁদের ধারে কাছে আসার কথা নয়। কিন্তু সেই অভিনব বাগ, জিতেন মূর্মূদের বিপক্ষেও দল জিততে না পারায় বাগান সমর্থকরাও হতাশ হয়েছেন। ম্যাচ শেষে অনেকের মুখে কোচের সমালোচনাও শোনা যায়, কারণ 𒆙বাগান ফুটবলাররা ম্যাচে পাসিং ফুটবলই খেলতে চাইছিলেন, কিন্তু বৃষ্টিতে তা কাজ দিচ্ছিল না। এছাড়া দলে তেমন কোনও দীর্ঘ উচ্চতার ফুটবলার না থাকায় এরিয়াল বলেও বৃষ্টিস্নাত মাঠে তেমন সুবিধা করতে পারেনি সবুজ মেরুন শিবির, তুলনায় অনেক বেশি আগ্রাসি ফুটবলই খেলে ভবানীপুর দল। দলের খেলায় মোটেই খুশি নয় বাগান কোচ দিয়েগো কার্দোজো।
আরও পড়ুন-দ্রাবিড়♎ের কোচিংয়ে জোড়া বিশ্বকাপ জয়! কোচের বিদায়বেলায় বিশেষ বার্তা আর্শদীপের
এবারের মরশুমের শুরুতেই গোয়া থেকে কোচ দিয়োগো কার্দোজোকে নিয়ে এসেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। তাঁদের ইচ্ছা ছিল, দল হয়ত নতুন কোচের তত্ত্বাবোধানে ভাল𒉰ো খেলবে। কিন্তু তেমনটা হয়নি। ছেলেদের খেলায় খুশি হতে পারছেন না তিনিও। দীপেন্দু বিশ্বাস ফিটনেসের কারণে ম্যাচে খেলতে পারেননি, ফলে ডিফেন্সও ছিল নড়বড়ে। যার সুযোগ নিয়েই গোল করে যান জিতেন মূর্মূ। যদিও মোহনাবাগান কোচ দিয়েগো কার্দোজো অবশ্য আশার বাণী শুনিয়েছেন ম্যাচেরর পর। তাঁর দাবি এই ম্যাচে ফিটনেসজ🐼নিত কারণে খেলতে না পারলেও পরের ম্যাচেই মাঠে নামবেন বাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, যিনি গতবার সিনিয়র দলের হয়েও বেশ কয়েটি ম্যাচে কামিন্স, পেত্রাতোসদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা𓂃 কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল আনবে আপনারওဣ! দেখুন ভিডিয়ো
ভবানীপুরের সঙ্গে ম্যাচ ড্র করার পর মোহনবাগানের কোচ বলেন, ‘দল আজকে যেভাবে খেলেছে, আমি সন্তুষ্ট হতে পারছি না। আমরা দেরিতে প্রস্তুতি শুরু করেছিলাম, কিন্তু তারই মধ্যে মোটের অপর ভালোই প্রস্তুতি করেছিলাম। তারপরে এমন খেলা একদম অপ্রত্যাশিত ছেলেদের থেকে। কেমন যেন একটা বোঝাপড়া আর কম্বিনেশনের অভাব দেখা ﷽দিয়েছে। অবশ্যই এসব নিয়ে আমাদের কাজ করতে হবে। পড়ের দিকে অনুশীলন শুরুর জন্য একটু বোঝাপড়ায় খামতি থাকতেই পারে। তবে চিন্তার কিছু নেই, আশা করব দ্রুত দল ঘুরে দাঁড়াবে। আমরা এটা নিয়ে কাজ করব। আর কটা দিন একসঙ্গে ছেলেরা অনুশীলন করতে পারলেই ভালোরকম বোঝাপড়া তৈরি হয়ে যাবে। এই ম্যাচে ফুটবলাররা যা ত্রুটি করেছে, তা দেখিয়ে দেব, সেখান থেকেই শিক্ষা নেন। এই ম্যাচে ফিটনেসের জন্য 💎দীপেন্দু খেলতে পারেনি, তবে আমার মনে হয় পরের ম্যাচ থেকেই ওকে পাওয়া যাবে।’
আরও পড়ুন-বিশ্বকাপের আগেই অবসরের ইঙ্গিত দেন রোহিত! কোন অঙ্🐷কে বিশ্বকাপ 🅠ভারতের? রহস্য ফাঁস বিসিসিআই কর্তার
মোহনবাগান দলের কলকাতা লিগের পরের ম্যাচ ৬ তারিখ অꩵর্থাৎ শনিবার রেনবো এসির বিরুদ্ধে। সেই ম্যাচে পুরো পয়েন্ট তুলতে চাইবেন শিবাজিত সিং, সুহেট ভ🍨াটরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।