মহার🌄াষ্ট্র প্রিমিয়ার লিগে (এমপিএল ২০২৩) সোমবার রাতে একেবারে ঝড় বয়ে গিয়েছে। পুনেরি বাপ্পা এবং ঈগল নাসিক টাইটান্সের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখেছে ক্রিকেট মহল। আর এই ম্যাচে ঈগল নাসিক টাইটান্সের হয়♋ে খেলে বোলারদের একেবারে ছাতু করে দিয়েছেন আরশিন কুলকার্নি। তিনি ঝড় তুলে সেঞ্চুরি হাঁকান। সেই সঙ্গে এবং তিনি তাঁর দলকেও জিতিয়েছেন। তাঁর ইনিংস এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেট মহলে। তিনি মাত্র ১৬ বলে ৯০ রান করেছিলেন এবং এই ইনিংসে তিনি ছক্কা ও চারের যেন শিলাবৃষ্টি করেন। এর বাইরেও তিনি ২০২৩ এমপিএলের দ্রুততম সেঞ্চুরিও করেছেন।
আরও পড়ুন: লোকের সহানুভূতি চাইনি, তাই টুইট করেছিলাম- WTC Final 🐻শেষ হতেই বার্তা দেওয়া নিয়ে সাফাই অশ্বিনের
১৬ বলে ৯০ রান করেন
এপিএলের সোমবার রাতের ম্যাচটি ছিল খুবই রোমাঞ্চকর। এই ম্যাচে সুনামী বইয়ে দিয়েছেন ঈগল নাসিক টাইটান্সের ব্যাটসম্যান আরশিন কুলকার্নি। মাত্র ১৬ বলে চার ও ছক্কার বর্ষণ করে ৯০ রান করেন তিনি। যদিও ইনিংসে কম চার ও বেশি ছক্কা মেরেছেন তিনি। আরশিন ১৩টি ছক্কা হাঁকিয়েছেন। এবং মাত্র ৩টি চার মেরেছে🍨ন। তাঁর ঝড়ো ইনিংসের হাত ধরে তাঁর দলও ম্যাচ জিতেছে।
আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথ কলকাতায় চাইছে পিসিবꩵ⛄ি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচও ইডেনে দেওয়ার প্রস্তাব- রিপোর্ট
এমপিএলের দ্রুততম সেঞ্চুরি
প্রসঙ্গত, এবার এমপিএলের প্রথম সংস্করণ খেলা হচ্ছে। টুর্নামেন্টের সাত নম্বরে ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেন আরশিন কুলকার্নি। ৫৪ বলে ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর স্ট্রাইকরেট ছিল ২১৬.৬৭। তিনি তাঁর ইনিংসের ৪৬তম ব𝔉লে সেঞ্চুꦰরি পূর্ণ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।