২০১১ সালে ভারত শেষবার ওডিআই বিশ্বকাপ জেতে। সেবারও ভারতেই অনুষ্ঠিত হয় ওডিআই বিশ্বকাপ। দীর্ঘ ১২ বছর পর ফের ভারꦫতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপ শুরুর ১০০ দিনের মাথায় সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে𓃲 ওডিআই বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
তবে এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল কুসংস্কারে ভরপুর ছিলো। এমন সব মজার ঘটনা যা ꦿআগেও শোনা গিয়েছে। এবার ফের একবার প্রকাশ্যে এল। গত ২০১১ বিশ্বকাপ জয়ের পরই চুল কেটে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ছবির দেখা যায় ট্রফি হাতে নিয়ে। কারণ তিনি নাকি প🐼্রতিজ্ঞা করেছিলেন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করে ফেলবেন। যেমন বলা তেমন কাজ। যা ধরাও পড়েছে প্রকাশ্যে।
এবার ফের ধোনির কুসংস্কারের কথা প্রাকাশ্যে আনলেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য বীরেন্দ্র সেহওয়াগ। এবারের বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে স্টার স্পোর্টসে তিনি জানিয়ে𒉰ছেন, '২০১১ বিশ্বকাপের সময় ধোনি একমাত্র ক্রিকেটার যে প্রত্যেকদিন খিচুড়িꦐ খেত। যা দেখে আমরাও মাঝে মাঝে বলতাম, প্রত্যেকদিন কেন খিচুড়ি খাও। ধোনি অবশ্য তা নিয়ে কিছু বলত না। কিন্তু ও কেন প্রতিদিন খিচুড়ি খেত তা জানতে পারলাম চ্যাম্পিয়ন পর। মুম্বইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সেদিন রাতে ও আর খিচুড়ি খায়নি। তখনই বুঝে গিয়েছিলাম ও কুসংস্কারে মজেছে।'
সেহওয়াগ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্য়াচে রান করতে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে ভারতীয় দলে এই কুসংস্কার মানা নতুন কিছু নয়। অনেক প্রাক্তন ক্রিকেটারকেই ম্যাচের সময় অনেক কিছু পালন করতে দেখা গিয়েছে। যেমন শোনা যায়, ভিভিএস লক্ষ্মণ ব্যাট করতে নামার আগে প্রত্যেক ম্যাচেই তিনি স্নান করতেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং 🌟সচিন তেন্ডুলকরকেও এমন অনেক কিছুই করতে শোনা গিয়েছে।
শুধুই কি প্রাক্তন ক্রিকেটাররা এমন করতেন এমনটা নয়, দলের সাফল্যের জন্য বর্তমান ক্🌞রিকেটাররাও অনেক কুসংস্কারই মেনে চলেন। যা অনেক ক্ষেত্রেই সতীর্থরা প্রকাশ্যে বলে ফেলেন। তবে ধ♌োনির এমন ঘটনায় মোটেই অবাক নয় ক্রিকেট বিশ্ব। কারণ তাঁর কুসংস্কার মানার কথা অনেক আগে থেকে পরিচিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।