ক্রিকেটের পাশাপাশি সেনাবাহিনী তাঁকে প্রচণ্ড টানে। বন্দুক-পিস্তলেও বরাবর তাঁর প্রবল আকর্ষণ। আর সেই আকর্ষণেই বছর তিনেক আগে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি🌱। সেখানে পিস্তল থেকে গুলি ছুড়েছিলেন। অ😼বসরগ্রহণের পর সেই ভিডিয়ো শেয়ার করল কলকাতা পুলিশ।
রবিবার কলকাতা পুলিশের তরফে একটি ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সঙ্গে পোস্টে বলা হয়, 'মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন গতকাল (শনিবার)। ভারতীয় ক্রিকেটে একটা যুগের শেষ হ💫ল। আমাদের আমন্ত্রণে ধোনি লালবাজারে এসেছেন একাধিকবার। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের খুঁটিনাটি বিষয়ে তাঁর আগ্রহ বরাবরের। বছরতিনেক আগে এসেছিলেন আমাদের পুলিশ ট্রেনিং স্কুলꦍেও। ঘণ্টাখানেক ফায়ারিং প্র্যাকটিস করেছিলেন অখণ্ড মনোযোগে। সেই অনুশীলনের একটা ছোট ভিডিয়ো ভাগ করে নিলাম।'
২০১৭ সালের ২০ সেপ্টেম্বর পিটিএসে গিয়েছিলেন ধোনি। ইডেন থেকে টিমবাসে না উঠে কিছুক্ষণ পর সোজা পিটিএসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেদিন সেখানে উপস্থিত পুলিশকর্তারা তো ধোনির পিস্তল নিশানায় রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। পুলিশের কর্তারা জানিয়েছিলেন, ধোনির হাতে কথা বলে ব্যাট। আবার কথা বলে🍒 পিস্তলও। হেলিকপ্টার শট, উইকেটের ক্ষিপ্রতার মতোই মহেন্দ্র সিং ধোনি পিস্তল চালাতেও যে মাহির, তার প🐻্রমাণ পেয়েছে পুলিশ মহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।