আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মুরলি বিজয়। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালের বর্ডার-গাভ𒁏াসকর ট্রফিতে শেষ ম্যাচ খেলেন বিজয়। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। খুব বেশি ২২ গজের ধারে কাছেও দেখা যেত না তাঁকে। এবার ব্যাট, গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুরলি। নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুরলি। টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।
২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব༺র্ডার-গাভাসকর ট্রফিতে অভিষেক হয় তাঁর। ক্রিকেট জীবনে ভারতের হয়ে খেলেছেন ৬১টি টেস্ট ম্যাচ ও ১৭টি ওয়ানডে ❀ম্যাচ। প্রতিনিধিত্ব করেছেন নয়টি টি-টোয়েন্টি ম্যাচে। তিনি টেস্টে ১২টি শতরান এবং ১৫টি অর্ধশতরান করেছেন। টেস্টে সর্বমোট রান করেন ৩৯৮২। ওয়ান ডেতে একটি হাফ সেঞ্চুরিসহ রান করেন ৩৩৯। টি-টোয়েন্টিতে ১৬৯ রান করেছেন তিনি।
টুইটে অবসরের কথা ঘোষণা করে তিনি লেখেন, ‘আজ অসীম কৃতজ্ঞতা ও বিনয়ের সাথে আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে বিশাল সম্মানের। ভারতীয় ক্রিকেট বো🎀র্ড থেকে শুরু করে তামিলনাড়ু ⛎ক্রিকেট সংস্থা এবং চেন্নাই সুপার কিংসকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।'
সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমার সব কোচ, সতীর্থ এবং সহকারীকে অনেক ধন্যবাদ। আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে সবার ভূমিকা ছিল। আꦚমার ক্রিকেট জীবনে উত্থান পতনের সময় সমর্থকদের পাশে পেয়েছি। সেই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব।’
তবে বেশ কিছুদিন আগেই বিসিসিআইয়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বিজয়কে। বিজয় বোর্ডের বিরুদ্ধে মুখ খুলে🧸 বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় শেষ।൲ এ বার বিদেশে খেলার সুযোগ খুঁজছি। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই।’ এই ঘটনার কয়েক দিনের মধ্যেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।