শুভব্রত মুখার্জি : জাতীয় গেমসের সোম⛄বারের নায়ক নিঃসন্দেহে পোলভল্টার শিবা সুব্রামনিয়াম। নিজেই নিজের জাতীয় রেকর্ড ভেঙে দিলেন শিবা। চার বছর আগের রেকর্ড এদিন গান্ধীনগরের আইআইটি গ্রাউন্ডে নিজেই ভেঙে দেন শিবা। এদিন ৫.৩১ মিটার লাফ দিয়ে রেকর্ড ভেঙে দেন তিনি। শিবার হাত ধরে সার্ভিসেসের পদক সংখ্যা বৃদ্ধি পেল।
১৯৮৭ সালে গড়া বিজয় পাল সিংয়ের ৫.১০ মিটার লাফিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রথমে শিবা এদিন ৫.১১ মিটার লাফান। 𒐪পরের লাফে পেরিয়ে যান ৫.২১ মিটার। ৫.৩১ মিটারের ক্ষেত্রে প্রথম লাফে তিনি ব্যর্থ হলেও পরেরবারে রেকর্ড গড়তে সম🔯র্থ হন।
পুরুষদের ৯৬ কেজি বিভাগে ভারোত্তোলনে এদিন নয়া নজির গড়ে ফেলেন সাম্🍎বো লাপুং। ১৯৮ কেজি ও🦄জন তুলে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে নয়া জাতীয় রেকর্ড গড়েন তিনি।
অপর♓দিকে রাজকোটের সর্দার প্যাটেল অ্যাকোয়াটিক্স সেন্টার কমপ্লেক্সে সার্ভিসেস দুটি সোনা জেতে সাঁতারে।২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথমে সোনা জেতেন এসপি লিখিট। এরপর ৪*১০০ মিটার মেডলি রিলেতেও সোনা জেতেন তিনি।
মহারাষ্ট্রের রুতিকা শ্রীরাম জাতীয় গেমসে নবম সোনা জেতেন।এই গেমসে এটিই তাঁর প্রথম পদক। মহিলাদের তিন মিটার স্প্রিংবোর্ড ডা⛄ইভিংয়ে সোনা জেতেন তিনি। ১৭৯.💃১৫ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন। স্বামী এবং দুই বছরের সন্তানকে সোনা উৎসর্গ করেন।
পঞ্জাবের কিরপাল সিং এদিন📖 ডিসকাস๊ থ্রোতে সোনা জেতেন। ৫৯.৩২ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন। ভেঙে দেন ২৫ বছর আগে শক্তি সিংয়ের করা ৫৮.৫৬ মিটারের রেকর্ড। রুপো এবং ব্রোঞ্জ জেতেন সার্ভিসেসের গগনদীপ সিং এবং প্রশান্ত মালিক।
সবরমতী নদীতে রোয়িং বিভাগে সাতটি সোনাই জেতে সার্ভিসেস দল। আজ💞কের দিনে তারা জেতে তিনটি সোনা। লাইটওয়েট ডবল স্কালসে সোনা পান অরুণলাল জাঠ এবং অরবিন্দ সিং। এছাড়াও কোয়াড্রুপেল স্কালস এবং কক্সড এইট টিম ইভেন্টে ও সোনা পায় সার্ভিসেস। মহিলা বিভাগে লাইটওয়েট ডবল স্কালস এবং কোয়াড্রুপেল স্কালস🐼ে সোনা জেতেন মধ্যপ্রদেশের বিন্ধ্যা সাকেত এবং রুকমানি। কোয়াডসে সোনা জেতেন খুশপ্রীত কৌর।মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ওড়িশার শ্রীয়াঙ্কা সারাঙ্গিকে হারিয়ে সোনা জেতেন পঞ্জাবের সিফ্ট কৌর কামরা।
৩*৩ বাস্কেটবলে প্রথমবারেই সোনা জিতে নিল উত্তরপ্রদেশের পুরুষ এবং তেলাঙ্গানার মহিলা দল। অন্যদিকে কেরলকে হারিয়ে মিক্সড ডাবলস ব্যাডমিন্টনেও সোনা পায় তেলাঙ্গানা। পুরুষদের রিকার্ভ আর্চারি সেমিফাইনালে বাংলার অতনু দাস ৬-০ ফলে হারিয়ে দেন সার্ভিসেস🥃ের তরুণদীপ রাইকে। ফাইনালে সার্ভিসেসের গুরুচরণ বেসরার বিপক্ষে খেলবেন অতনু। মহিলা হকির গ্রুপ-এ'র ম্যাচে হরিয়ানা ৪-০ গোলে হারাল ওড়িশাকে। অন্যদিকে ৬-০ ফলে উত্তরপ্রদেশ হারাল গুজরাটকে। গ্রুপ-বি'তে ৩-৩ গোলে ড্র হয় কর্ণাটক বনাম ঝাড়খন্ড ম্যাচ। অন্যদিকে মধ্যপ্রদেশকে হারায় পঞ্জাব। পুরুষদের পুল-এ'র ম্যাচে হরিয়ানা ৭-০ গোলে হারায় বাংলাকে। হ্যাটট্রিক করেন অভিষেক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।