শুভব্রত মুখার্জি: ক্রাইস্টচার্চের প্রথম টেস্টের চতুর্থ দিন লড়াই জমে উঠেছে। ২৮৫ রান তাড়া করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ড🃏ের স্কোর এক উইকেটে ২৮ রান। জয়ের জন্য আর প্রয়োজন ২৫৭ রান। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ডেভন কনওয়ে (৫)। ক্রিজে রয়েছেন টম ল্যাথাম এবং কেন উইলিয়ামসন। এমন আবহেই বেশ খারাপ খবর এল কিউয়ি শিবির থেক🧸ে। ডান পায়ের গুরুতর চোটের কারণে দ্বিতীয় ডিউলাক্স টেস্ট শুরুর আগেই ছিটকে গেলেন তাদের প্রিমিয়র পেসার নিল ওয়াগনার।
আরও পড়ুন… শেন ওয়ার্নকে মনে করালেন ভাজ্জি, ক্রিস গেইলকে পায়ের পিছন দিয়ে বোল্ড ক𒐪রে চমক!
হ্যাগলি ওভালে তৃতীয় দিন বল করার সময়েই নিজের ডান পায়ে চোট অনুভব করেন নিল ওয়াগনার। এরপর তাঁর স্ক্যান করা হয় । সেখানেই ধরা পড়ে কতটা গুরুতর তাঁর চোট। তাঁ🙈র ডান পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে। পাশাপাশি তাঁর পিঠে ডাক্তারি পরিভাষায় ‘বালজিং ডিস্ক’ অর্থাৎ বর্হিমুখী ডিস্ক একটি চাকতির মতন অংশ ফুলে উঠে ব্যথা শুরু হয়েছে। আর সেই কারণেই দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন নিল ও💙য়াগনার।
আরও পড়ুন… ভিড🦂িয়ো: পন্ত ও সূর্যকুমারের শট কপি করতে গিয়ে বিপদে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট
চলতি টেস্টে দরকার পড়লে তিনি যে ব্যাট করতে নামবেন সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ক্রাইস্টচার্চ টেস্টে দরকার পড়লে ব্যাট করলেও তিনি সেলো বেসিন রিজার্ভে খেলতে পারবেন না। চোটের গুরুত্ব দেখে ডাক্তারদের বক্তব্য কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে সম্পূর্ণ ফিট হতে। কিউয়ি কোচ গ্যারি স🅷্টেড জানিয়েছেন, গোটা দল নিল ওয়াগনারের সঙ্গে রয়েছে। তিনি জানিয়েছেন, ‘আমরা জানি নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলতে কতটা মুখিয়ে থাকেন নেইল ওয়াগনার। এই ভাবে ও সাইড লাইন হয়ে যাওয়ার ফলে আমরꦦা সকলেই বেশ হতাশ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।